ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

অসুস্থ সাবেক ছাত্রদল নেতার পাশে বিএনপি

অসুস্থ সাবেক ছাত্রদল নেতার পাশে বিএনপি

অসুস্থ সাবেক ছাত্রদল নেতার পাশে সংগঠনটির নেতারা- ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২১ | ০৯:০০

অসুস্থ সাবেক ছাত্রদল নেতা উজ্জ্বল কুমার ঘোষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। শুক্রবার ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উজ্জ্বল কুমারের হাতে তার চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

এ দিন রাজবাড়ীর বিনোদপুরের বাসায় উজ্জ্বল কুমারের হাতে এ অনুদান তুলে দেন কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন।

এ বিষয়ে আমিন বলেন, উজ্জ্বলের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক। এছাড়া তার চিকিৎসার সব দায়িত্ব নিয়ে সার্বিকভাবে সহযোগিতার বিষয়েও আশ্বস্থ করেছেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক লিয়াকত আলী বাবু, সদস্য সচিব কামরুল আলম, যুগ্ম আহবায়ক আকমল হোসেন, সদস্য মুঞ্জুরুল আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টুসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা।

উজ্জ্বল কুমার ঘোষ দীর্ঘদিন ধরে প্যারালাইসিসসহ বিভিন্ন রোগে ভুগছেন। তিনি রাজবাড়ী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন

×