ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

করোনা টিকা দ্রুত সংগ্রহের দাবি ওয়ার্কার্স পার্টির

করোনা টিকা দ্রুত সংগ্রহের দাবি ওয়ার্কার্স পার্টির

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২১ | ০৯:১৩

করোনা সংক্রমণ রোধে দ্রুত টিকা সংগ্রহে কোনো বাধা সৃষ্টি না করা এবং যে কোনো উৎস থেকে টিকা সংগ্রহ করার জন্য স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। একই সঙ্গে সাংবাদিক রোজিনা ইসলামের মামলায় জব্দকৃত কাগজপত্রে কোথায় টিকার চুক্তি-সংক্রান্ত গোপনীয় রাষ্ট্রীয় তথ্য রয়েছে, সেটা প্রকাশ করার জন্য আহ্বান জানিয়েছে দলটি।

শুক্রবার ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। এতে বলা হয়, চীন, রাশিয়াসহ অন্য সূত্র থেকে টিকা সংগ্রহে পররাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে দীর্ঘসূত্রতা ও অদক্ষতার কথা তুলে ধরেছেন, তাতে করোনা সংক্রমণে গণটিকাদান কর্মসূচি অব্যাহত রাখাটাই গভীর উদ্বেগজনক।

এতে আরও বলা হয়, ইতোমধ্যে ভারতে করোনা সংক্রমণের দ্রুত বিস্তারে সে দেশ থেকে টিকা সরবরাহ করার বিষয়টি সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়ায় প্রধানমন্ত্রী অন্যান্য উৎস থেকে দ্রুত টিকা সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে চীন ও রাশিয়া থেকে টিকা সংগ্রহের ব্যবস্থা করা গেছে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতা ও কালক্ষেপণের কারণে সেটি বাস্তবায়ন করা যাচ্ছে না।

বিবৃতিতে নেতারা বলেন, করোনার ভ্যাকসিন-সংক্রান্ত আপডেট জানতে গেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে কেবল শারীরিক নির্যাতন ও গোপন রাষ্ট্রীয় তথ্য অবৈধভাবে সংগ্রহের অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দিয়েই ক্ষান্ত হননি, তার জামিন দেওয়া বিলম্বিত করতে সব ধরনের প্রচেষ্টায় লিপ্ত রয়েছেন। রোজিনার কাছ থেকে যেসব গোপন রাষ্ট্রীয় তথ্য অবৈধভাবে সংগ্রহের অভিযোগ স্বাস্থ্যমন্ত্রী প্রকাশ্যে করেছেন, সে ধরনের কোনো দলিল বা তথ্য তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার জব্দ তালিকায় নেই। এ অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও মন্ত্রী কার উদ্দেশ্য সাধনের জন্য জনগণের জীবন এমন ঝুঁকিতে ফেলছেন- সেই প্রশ্ন স্বাভাবিকভাবে উঠেছে।

আরও পড়ুন

×