সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে আপস করছে সরকার :মেনন

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জুন ২০২১ | ১০:২৫
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে সাম্প্রদায়িক অপশক্তিকে পরাস্ত করা হলেও এর বিপদ এখনও কাটেনি। ভোটের হিসাব কষতে গিয়ে আওয়ামী লীগ সরকার শিক্ষাসহ নানাক্ষেত্রে সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে আপস করে চলেছে। ফলে নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে কোণঠাসা জামায়াতের বেনামে হেফাজতের আস্ফালন ও তাণ্ডব দেখতে হয়েছে।
বুধবার ওয়ার্কার্স পার্টির 'বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় মুক্তি সংগ্রাম সমন্বয় কমিটির ৫০ বছর এবং উপমহাদেশে সাম্প্রদায়িক শক্তির পুনরুত্থান' শীর্ষক ভার্চুয়াল ওয়েবিনারের মূলপত্রে তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধকালে ভারতের কলকাতায় এ দেশের বামপন্থিদের সমন্বয়ে মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে প্রধান করে 'জাতীয় মুক্তি সংগ্রাম সমন্বয় কমিটি' গঠনের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই ওয়েবিনারের আয়োজন করা হয়।
রাশেদ খান মেনন বলেন, সাম্প্রদায়িকতার বিপদ কেবল বাংলাদেশ নয়, উপমহাদেশেও সমভাবে বিদ্যমান। পাকিস্তানে ইমরান খান সরকার সাম্প্রদায়িকতাকে সমর্থন দিয়ে পাঠ্যপুস্তক প্রণয়ন করছে। বাড়ছে ইসলামী জঙ্গিবাদের বিপদ। ভারতে হিন্দুত্ববাদী ক্ষমতাসীনদের ছায়াতলে বাড়ছে হিন্দু মৌলবাদী বিপদ। তাই উপমহাদেশের বামপন্থিদের সাম্প্রদায়িক অপশক্তি রুখতে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধু ও জাতীয়তাবাদী ক্রমধারা উল্লেখ করা হচ্ছে। অথচ মুক্তিযুদ্ধের ৯ মাস ও তার প্রাক-পর্বে বামপন্থিদের বলিষ্ঠ এবং অনেক ক্ষেত্রে অগ্রগামী ভূমিকাকে কেবল অনুল্লেখ করাই হচ্ছে না, অস্বীকারও করা হচ্ছে। কিন্তু ইতিহাস কথা বলবে। মুক্তিযুদ্ধ এবং তার প্রাক-পর্বে বামপন্থিদের ভূমিকাকে যতই অস্বীকার করা হোক, এক সময় দেশবাসী তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এটাই অমোঘ সত্য।
ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার সভাপতিত্বে ওয়েবিনারে আরও বক্তব্য দেন ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) পলিটব্যুরো সদস্য মহাম্মদ সেলিম, সিপিআইর (এম) কেন্দ্রীয় সদস্য গৌতম দাস, জাতীয় মুক্তি সংগ্রাম সমন্বয় কমিটির অন্যতম সদস্য শামসুল হুদা প্রমুখ। সঞ্চালনা করেন পার্টির পলিটব্যুরোর সদস্য আলী আহমদ এনামুল হক ইমরান।