ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যের বিকল্প নেই: মান্না

গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যের বিকল্প নেই: মান্না

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না- ফোকাস বাংলা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২১ | ১১:০১

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশে এখন গণতন্ত্র নেই, আছে ব্যক্তিতন্ত্র। তাই গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। ছোট-বড় সব দল মিলে বৃহত্তর ঐক্য গড়ে তুলে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা (একাংশ) আয়োজিত 'নির্বাসিত গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মান্না বলেন, গণতন্ত্রবিরোধী বর্তমান সরকার জনগণের অধিকারগুলো হরণ করে নিয়েছে। তারা লুণ্ঠনের মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। একটি দেশে গণতন্ত্র না থাকলে স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার শঙ্কা দেখা দেয়। সত্যিকার অর্থেই জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করতে প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন।

এতে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তার মুক্তি কেন হচ্ছে না, তা ভেবে দেখতে হবে। এই ব্যর্থতার দায় তার দল এড়াতে পারে না। তিনি বলেন, দেশের অন্যসব মানুষের মতো এবং বহু রাজনৈতিক নেতার মতো খালেদা জিয়াও যেন চিকিৎসার জন্য প্রয়োজনে বাইরে যাওয়ার সুযোগ পান।

জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম শাহাদাতের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি এলবার্ট পি কস্টা, জাগপার প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার হাছানুজ্জামান, প্রিন্সিপাল হুমায়ুন কবির প্রমুখ।

আরও পড়ুন

×