৩০ ডিসেম্বর কালো পতাকা হাতে রাজপথে নামুন: বামজোট

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০৯:৪৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন আগামী ৩০ ডিসেম্বরকে 'কালো দিবস' হিসেবে ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। ওইদিন দেশবাসীকে কালো পতাকা হাতে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছে বামপন্থি এই জোটটি।
সোমবার রাজধানীর পুরানা পল্টনের সিপিবি কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ আহ্বান জানানো হয়। সভায় বলা হয়, গত বছরের ৩০ ডিসেম্বর এক নজিরবিহীন ভোট ডাকাতি-ভোট জালিয়াতির মধ্য দিয়ে গঠিত সংসদ ও সরকার এক বছর পার করেছে। এ নির্বাচন জনগণ মেনে নেয়নি। সরকার ভীতিকর পরিবেশ তৈরি করে জবরদস্তিমূলক ক্ষমতায় রয়েছে। ভোট ডাকাতির নির্বাচন বাতিল করে অবিলম্বে দলনিরপেক্ষ 'তদারকি সরকার'-এর অধীনে পুনর্নির্বাচন দিতে হবে।
সভায় ৩০ ডিসেম্বর কালো দিবসের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচিতে রয়েছে জেলায় জেলায় কালো পতাকা হাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ। কেন্দ্রীয় কর্মসূচিতে ওইদিন সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমবেত হয়ে কালো পতাকা হাতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করা হবে।
বাম জোটের সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- বাম জোটের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ শাহ আলম, বজলুর রশীদ ফিরোজ, সাইফুল হক, অধ্যাপক আবদুস সাত্তার, ফখরুদ্দীন কবীর আতিক, মনিরউদ্দিন পাপ্পু, শহীদুল ইসলাম সবুজ, হামিদুল হক, সাজ্জাদ জহির চন্দন ও লিয়াকত আলী।
- বিষয় :
- বাম গণতান্ত্রিক জোট
- কালো দিবস