জাতির পিতার প্রতিকৃতিতে বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধা, বিজয় উৎসবের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন ও পুষ্পস্তবক অর্পণ বঙ্গবন্ধু পরিষদের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২১ | ০১:০৯ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২১ | ০২:১৩
মহান বিজয়ের মাস ডিসেম্বরে মাসব্যাপী বিজয় উৎসবের নানা কর্মসূচি হাতে নিয়েছে বঙ্গবন্ধু পরিষদ। বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাসভবন ধানমন্ডির বত্রিশে বুধবার রাত ১২টা ১ মিনিটে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন ও পুষ্পস্তবক অর্পণ করে কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে একটি অসাম্প্রদায়িক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে বঙ্গবন্ধু পরিষদ এ বিজয় উৎসব শুরু করে।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত এক সভায় বক্তারা বলেন, বিজয়ের আনন্দে দেশের প্রতিটি ঘর মুক্তির আলোকচ্ছটায় হয়ে উঠুক দীপ্যমান। মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালি জাতীয়তাবাদে শানিত হোক আমাদের নতুন প্রজন্ম।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতা কাজী রেহান সোবহান, খন্দকার নজরুল ইসলাম, এস এম লুৎফর রহমান, মো. আব্দুস সাত্তার, মিজান ইবনে হোসাইন, ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সরদার মাহমুদ হাসান রুবেল, তপন কুমার সরকার, আবদুল্লাহ আল জাবের, এম. মনসুর রহমান, মাহবুব মোর্শেদ আলো, এস এম ওয়াহিদুজ্জামান মিন্টু, সঞ্জীব কুমার,হারুন উর রশিদ হারুন, পরিতোষ বিশ্বাস, হাবিবুর রহমান খোকন, তামান্না শ্রাবণী, জাকির হোসেন, কাজী মেহরাব সোবহান প্রমুখ