ষড়যন্ত্রকারীদের বিষয়ে সর্তক থাকতে হবে: মির্জা আজম

মির্জা আজম। ছবি: ফাইল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১ | ০৯:০২ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২১ | ০৯:৩২
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নিরাপদে রাখতে সবাইকে শপথ নিতে হবে। ষড়যন্ত্রকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
বুধবার রাজধানীর বাওয়ানী উচ্চ বিদ্যালয়ের মাঠে ঢাকা মহানগর দক্ষিণের ৬৯ নম্বর ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা আজম বলেন, 'কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যুকে আওয়ামী লীগের কমিটিতে স্থান দেওয়া যাবে না।'
ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বাশারের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যরিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা-৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এফএম শরিফুল ইসলাম শরিফ, ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খাঁন মাসুদ, সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল প্রমুখ।
- বিষয় :
- আওয়ামী লীগ
- সাংগঠনিক সম্পাদক
- মির্জা আজম