আইনশৃঙ্খলা বাহিনীকে বিএনপির বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে সরকার: রিজভী

ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ মার্চ ২০২২ | ০৩:২১ | আপডেট: ০২ মার্চ ২০২২ | ০৩:২১
অবৈধ রাজনৈতিক শক্তি সবসময় আতঙ্কে থাকে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘এই কারণে জনগণের পদশব্দে তারা আতঙ্কিত হয়, জনগণের স্বোচ্চার কন্ঠেও তারা আতঙ্কিত হয়।’ তিনি বলেন, ‘আতঙ্কের কারণেই সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে নিজের চেতনায় সাজিয়ে হায়েনার মতো বিএনপির বিভিন্ন কর্মসূচিতে লেলিয়ে দিয়ে রক্ত ঝরাচ্ছে।’
বুধবার দেশের বিভিন্ন জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘সরকার বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকেও তাদের চেতনার রঙে রাঙিয়েছে। নির্বাচন কমিশন থেকে শুরু করে আইন আদালত সব জায়গায় তারা নিজেদের লোক বসিয়ে সব কিছুকে করায়ত্ব করে গোটা জাতিকে তারা উপনিবেশ বানিয়েছে।’
তিনি বলেন, ‘এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো তাদের সুপরিকল্পিত। আজকে ঢাকা জেলা থেকে শুরু করে মাগুরা, পটুয়াখালী, ঝালকাঠি সহ-এখনও আমরা বিভিন্ন জেলায় পুলিশি তাণ্ডব, সরকারি বাহিনীর তাণ্ডব, তারা যে বিএনপির সমাবেশকে পণ্ড করতে বিভিন্ন ধরনের অপকৌশল নিয়েছে, সেই বিভৎস নারকীয় সন্ত্রাসের কাহিনী আমরা শুনতে পাচ্ছি।’
রিজভী বলেন, ‘বিএনপির সমাবেশকে পণ্ড করার জন্য পুলিশ বাহিনী সরকারের কাছ থেকে পুরস্কার নিয়ে তাণ্ডব চালাচ্ছে। সেই কারণেই তারা রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে এই সব নারকীয় কাজগুলো করছে।’
বিএনপির এই নেতা এই বলেন, ‘বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে সাভারে ঢাকা আরিচা মহাসড়কে বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশ অতির্কিত হামলা চালিয়ে ব্যাপক লাঠিচার্জ করে। এতে ১৫ জন নেতাকর্মী আহত হন। সেখান থেকে কয়েকজনকে আটক করা হয়েছে বলেও আমরা শুনতে পাচ্ছি। এছাড়াও পটুয়াখালীতে শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। তাদের মধ্যে অন্যতম জেলা মৎস্যজীবী দলের শাহ আলম তালুকদার, সদর উপজেলার বাপ্পী ও মন্টু মিয়া আহত হন।’
সংবাদ সম্মেলনে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য সচিব মোঃ আব্দুর রহিম প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- রাজনৈতিক শক্তি
- রিজভী
- রুহুল কবির রিজভী