ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সাক্ষাৎকার

টাকা খরচ করে লাভ হবে না, যদি জনসচেতনতা না বাড়ে

টাকা খরচ করে  লাভ হবে না, যদি  জনসচেতনতা না বাড়ে

ডা. শাহাদাত হোসেন, মেয়র, চসিক

ডা. শাহাদাত হোসেন, মেয়র, চসিক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪ | ২৩:৪৫

চসিকের সপ্তম মেয়র হিসেবে গত ৫ নভেম্বর দায়িত্ব নেওয়ার পর থেকেই চসিকের মশক নিধন কার্যক্রম নিয়ে নানা মহলের প্রশ্নের সম্মুখীন হতে হয় বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনকে। যে কারণে এরই মধ্যে নগরের বেশ কয়েকটি স্থানে নিজে সরেজমিন পরিদর্শন করে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন মেয়র। ডেঙ্গু মোকাবিলায় লিফলেট বিতরণসহ নানা কর্মসূচিও শুরু করেন তিনি। একপর্যায়ে মশা মারতে ‘নতুন কামান’ নিয়ে নামার ঘোষণাও দেন। 
গত ১২ ডিসেম্বর চসিকের স্বাস্থ্য বিভাগ আয়োজিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ করেন ডা. শাহাদাত। তবে কিছুতেই মশা নিয়ন্ত্রণে আনতে পারছে না সংস্থাটি। 
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘একই স্প্রে বারবার মারতে থাকলে মশা সেটায় অভ্যস্ত হয়ে যায়। তাই এতে মশা আর মরবেও না। তাই আমরা একটি নতুন ওষুধ বের করেছি। সেটা হচ্ছে মসকিউটো অ্যান্ড সলিউশন। এডিস মশার লার্ভাসহ অন্যান্য লার্ভা ধ্বংস করার জন্য। এটি ব্যবহার করে মশার উপদ্রব নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। আরও রিসার্চ প্রোডাক্ট বিশ্বের প্রতিটি দেশের উন্নত দেশে খোঁজ নিচ্ছি। আরেকটি রিসার্চ প্রোডাক্টও আমরা পেয়েছি, সেটিও আমরা আনব। দুটোর গুণগত মান আমরা দেখবো কোনটায় মশা বেশি মারা যাচ্ছে। 
এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘প্রথমদিন থেকেই আমি ডেঙ্গু ম্যানেজমেন্ট সেন্টার খুলেছি। নিয়মিত মশার ওষুধ দেওয়া হচ্ছে কি না সেটিও তদারকি করছি। তবে টাকা খরচ করেও লাভ নেই যদি ডেঙ্গু নিয়ে জনসচেতনতা না বাড়ে।’ 
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি সবচেয়ে কার্যকর উপায় উল্লেখ করে ডা. মেয়র আরও বলেন, ‘আমরা নিয়মিত মশক নিধন কার্যক্রম তদারকি করছি। নিজের শহর হিসেবে বাসিন্দাদেরও কিছু দায়িত্ব আছে। ওয়ার্ডে ওয়ার্ডে রাজনৈতিক নেতাকর্মী, মহল্লা কমিটি ও স্থানীয়দের বলেছি পরিচ্ছন্নতা সুপারভাইজার ও পরিচ্ছন্ন কর্মীরা ঠিকমতো কাজ করছে কি না, তা দেখবেন। যেখানেই মনে করবেন ময়লা আবর্জনা আছে বা নালা-নর্দমা অপরিচ্ছন্ন আছে, সেখানে সুপারভাইজারদের সরাসরি ফোন করুন। যদি সাড়া না দেয়, সেই ব্যবস্থা আমি করব। চসিকের হাসপাতালে ডেঙ্গু পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছে।’

আরও পড়ুন

×