আবরার হত্যার প্রতিবাদে ক্যালগেরিতে মানববন্ধন

কানাডা প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০১৯ | ২১:৪৮
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে কানাডার ক্যালগেরি বসবাসরত বাংলাদেশিরা মানববন্ধন করেছে।
ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে বিপুল সংখ্যক বাংলাদেশি-কানাডিয়ান ব্যানার, ফেস্টুন নিয়ে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব কানাডা ক্যালগরির আহ্বানে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে কমিউনিটির বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন। এতে বক্তব্য দেন ক্যালগেরি বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাক হোসেন বাবু।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আবরার হত্যার দ্রুত বিচারসহ দেশের শিক্ষাঙ্গনগুলোতে নির্যাতনমুক্ত পরিবেশ সৃষ্টির আহ্বান জানান।
- বিষয় :
- আবরার হত্যা
- ক্যালগেরিতে মানববন্ধন