ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

আমিরাতে ফেনী প্রবাসী ফোরামের মিলনমেলা অনুষ্ঠিত

আমিরাতে ফেনী প্রবাসী ফোরামের মিলনমেলা অনুষ্ঠিত

শারজার নূর আল হেলাল রেস্টুরেন্টের পার্টি হলরুমে মিলনমেলা অনুষ্ঠিত হয়। ছবি: সমকাল

ইউএই প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৫ | ১০:০৬

সংযুক্ত আরব আমিরাতের ফেনী প্রবাসী ফোরামের মিলনমেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে শারজার নূর আল হেলাল রেস্টুরেন্টের পার্টি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে তিন উপদেষ্টাসহ ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মীর মোশারফ হোসেন। সদস্যসচিব মোহাম্মদ আবু নাছের তছলিমের সঞ্চালনায় অতিথির বক্তব্য দেন ফেনী প্রবাসী ফোরামের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রেজাউল করিম স্বপন, কমিউনিটি নেতা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, দুবাই বাংলাদেশ সমিতির সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব সৈনিক।

এছাড়াও বক্তব্য দেন ফরিদপুর সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার মিজানুর রহমান, লেডিস গ্রুপের সভাপতি লাবণ্য আদিল, টাঙ্গাইল প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি শহিদুল হক, মিরসরাই সমিতির সভাপতি নুরুল আনোয়ার, ব্যবসায়ী সেলিম রেজা প্রমুখ।

সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মীর মোশারফ হোসেন জানান, আমিরাতে বসবাসকারী ফেনী বাসীকে ঐক্যবদ্ধ রাখার উদ্দেশ্যে সংগঠনটি পরিচালিত হচ্ছে। বিশেষ করে অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ানো, মৃত প্রবাসীদের মরদেহ দেশে প্রেরণ, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উৎসাহ প্রদান করাই তাদের প্রধান লক্ষ্য। 

অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের বিশেষ সম্মাননা, শিশু-কিশোরদের প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী আয়োজনে ভিন্নমাত্রা যোগ করে। এ সময় দুবাই বাংলাদেশ সমিতি, বরিশাল প্রবাসী কল্যাণ সমিতি, ফরিদপুর সমিতি, টাঙ্গাইল জেলা প্রবাসী কল্যাণ সমিতি, বাংলাদেশ লেডিস গ্রুপ, কুমিল্লা জেলা সমিতি, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ, মিরসরাই সমিতি ও সাংবাদিক নেতারা নবগঠিত ফেনী প্রবাসী ফোরামকে শুভেচ্ছা জানান।  

কমিটির অন্য সদস্যরা হলেন- আহ্বায়ক ইঞ্জিনিয়ার মীর মোশারফ হোসেন, সদস্যসচিব মোহাম্মদ আবু নাছের তছলিম, যুগ্মসচিব (অর্থ) ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ গিয়াস উদ্দিন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ গোলাম আজম, মোহাম্মদ হারুন, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ নুরুল আফসার, ইঞ্জিনিয়ার আবুল মনসুর, মোহাম্মদ নিজামুদ্দিন, যুগ্মসচিব মোহাম্মদ শেখ ফরিদ, মোহাম্মদ নুরুদ্দিন নাসির, মোহাম্মদ কবির আহমদ পাটোয়ারী ও সদস্য মোহাম্মদ নুরুল আফসার। এ ছাড়া প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রেজাউল করিম (স্বপন) এবং উপদেষ্টা হলেন মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া ও মোহাম্মদ আব্দুল গনি চৌধুরী।

আরও পড়ুন

×