বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রবাসী বাঙালিদের সংগঠন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি'র বার্ষিক সাধারণ সভা
কানাডা প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুন ২০২৫ | ১৪:০৭
কানাডার ক্যালগেরির প্রবাসী বাঙালিদের সংগঠন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি'র বার্ষিক সাধারণ সভা জেনেসিস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এ সময় নতুন কমিটির সভাপতি ইকবাল রহমান ও সাধারণ সম্পাদক আসিফ হোসেন সবাইকে স্বাগত জানিয়ে কমিউনিটির উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
ইকবাল রহমান বলেন, ‘আসুন আমরা সবাই আমাদের নতুন প্রজন্মকে ভালো কিছু উপহার দেই, যাতে করে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাংলাদেশের নাম ও পতাকার মান সমুন্নত থাকে।’
আসিফ হোসেন বলেন, ‘আজ থেকে কমিউনিটির প্রতি দায়িত্ব আরও বেড়ে গেল। আসুন আমরা সবাইকে নিয়ে একটি দৃষ্টান্তমূলক কমিউনিটি উপহার দিই।’
উল্লেখ্য, কানাডার বেশিরভাগ সময়ই আলবার্টার ক্যালগেরি শহর বরফে আচ্ছাদিত থাকে। বৈরী আবহাওয়া আর প্রকৃতির প্রতিকূলতার মাঝেও শহরের প্রবাসী সংস্কৃতিমনা ও বরেণ্য ব্যক্তিদের উপস্থিতিতে পারস্পরিক সহযোগিতা আর সহমর্মিতার বন্ধনে শহরটি সারা বছরই থাকে সরব। অন্যদিকে পরিস্কার পরিচ্ছন্নতা আর বাসের উপযোগী শহরগুলোর মধ্যে ক্যালগেরি সারাবিশ্বের বিভিন্ন শহরের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে।