বাংলাদেশের টাকা পাচারকারীদের বিরুদ্ধে কানাডায় মানববন্ধন

তীব্র শীত উপেক্ষা করে বিপুল সংখ্যক বাংলাদেশি মানববন্ধনে অংশ নেন-সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০ | ০৩:৩৩ | আপডেট: ২০ জানুয়ারি ২০২০ | ০৩:৪৪
বাংলাদেশের বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ লোপাট করে কানাডায় বসতি গড়া অর্থ পাচারকারীদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কানাডার টরন্টোর ডেনফোর্থে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। তীব্র শীত উপেক্ষা করে পোস্টার, প্ল্যাকার্ড হাতে বিপুল সংখ্যক বাংলাদেশি এতে অংশ নেন। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কানাডা সরকারের প্রতি আহ্বান জানান তারা।
সাধারণ নাগরিকদের উদ্যোগের এ মানববন্ধনে আওয়ামী লীগের অন্টারিও শাখা সমর্থন দেয় এবং মানবন্ধনে অংশ নেয়।
প্রসঙ্গত, বেসিক ব্যাংকসহ বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের ঋণের টাকা আত্মসাৎ করে ব্যবসায়ীরা কানাডায় বসতি গড়ছেন মর্মে ঢাকার পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া এবং তাদের বয়কটের দাবি জানিয়ে সামাজিক আন্দোলন শুরু করেন প্রবাসীরা। তারই অংশ হিসেবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
- বিষয় :
- বাংলাদেশ
- কানাডা
- অর্থ পাচারকারী