ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

দাবদাহ-দাবানলে বিপর্যস্ত পর্তুগাল

দাবদাহ-দাবানলে বিপর্যস্ত পর্তুগাল

পর্তুগাল প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২২ | ১২:৪৩ | আপডেট: ১৪ জুলাই ২০২২ | ১২:৪৩

তীব্র দাবদাহে বিপর্যস্ত ইউরোপের দেশ পর্তুগালের জনজীবন। এতে নাভিশ্বাস হয়ে উঠেছে সেখানকার বাসিন্দাদের জনজীবন। দাবানলের আশঙ্কায় জারি করা হয়েছে বাড়তি সতর্কতা।পাশাপাশি দেশটির অর্ধেকেরও বেশি অঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন। 

অপ্রয়োজনীয় ঘোরাফেরা বন্ধ রাখার অনুরোধও জানানো হয় পর্তুগীজ প্রশাসনের পক্ষ থেকে। বিশেষ করে  পর্তুগালের লেরিয়া, ফারো, আভেইরো, সেতুবাল, গোয়ারদা অঞ্চলে পরিস্থিতি ভয়াাবহ আকার ধারণ করেছে এবং পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যাচ্ছে। আগামী ৮ থেকে ১০ দিন তাপমাত্রার এমন ঊর্ধ্বগতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

১৪ জুলাই সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত দেশটির ২৭টি অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানল নিয়ন্ত্রণে চার হাজারের বেশি দমকলকর্মী, ৮০০টি অত্যাধুনিক যানবাহন এবং ৩০টি বিমান ও হেলিকপ্টার নিয়ে পানি ছিটিয়ে আগুন নেভানোর  প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কর্মীরা। দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা।

দাবানলে এখন পর্যন্ত ১৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যার মধ্যে ৭০ জন দমকলকর্মী। গত সোমবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত বিপর্যস্ত পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দাবানলের ঝুঁকি মোকাবিলায় এরই মধ্যে পর্তুগালে দুটি ফায়ার ফাইটিং প্লেন পাঠিয়েছে ইউরোপিয়ান কমিশন। 

আরও পড়ুন

×