টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল

মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল
কানাডা প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২২ | ০৫:১৬ | আপডেট: ২৪ জুলাই ২০২২ | ০৫:১৬
টরন্টোর ২২৩৬ কুইন স্ট্রিট ইস্টে কানাডার দ্বিতীয় প্রাচীনতম প্রেক্ষাগৃহ ‘ফক্স থিয়েটার’-এ উৎসবমুখর পরিবেশে পঞ্চম মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। টরন্টো ফিল্ম ফোরাম এ আয়োজন করে। স্থানীয় সময় শনিবার ছিল এর সমাপনী দিন।
বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে শেষদিনের চলচ্চিত্র প্রদর্শিত হয় বিকেল ২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত। শেষদিনে কানাডার সাতটি, লেবাননের একটি, ইরানের একটি, আফগানিস্তানের একটি, সৌদি আরবের একটি এবং বাংলাদেশের একটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
গত ১৮ জুলাই স্ক্যারবরোর ২২ লেবোভিক অ্যাভিনিউয়ের সিনেপ্লেক্স ওডেনে বিপুল দর্শক উপস্থিতিতে এ মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়। ছয় দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয় টরন্টো শহরের তিনটি স্থানে।
প্রথমদিনে বিকেল ৬টায় উদ্বোধনী অনুষ্ঠান হয় স্ক্যারবরোর এগলিন্টন টাউন সেন্টারের ২২ লেবোভিক অ্যাভিনিউয়ের সিনেপ্লেক্স ওডেনে।
বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।
প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র দর্শকদের মুগ্ধ করে।
সমাপনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজিনা রহমান এবং আরিফ মোর্শেদ।
- বিষয় :
- টরন্টো
- কানাডা
- ফিল্ম ফেস্টিভ্যাল