ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

প্রথম বাঙালি হিসেবে এপিইজিএ’র কোষাধ্যক্ষ প্রকৌশলী কাদির

প্রথম বাঙালি হিসেবে এপিইজিএ’র কোষাধ্যক্ষ প্রকৌশলী কাদির

প্রকৌশলী মোহাম্মদ কাদির

আহসান রাজীব বুলবুল, কানাডা (আলবার্টা) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২০ | ২৩:৫৮

কানাডার ক্যালগেরিতে বসবাসরত প্রবাসী প্রকৌশলী মোহাম্মদ কাদির সম্প্রতি অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড জিওসায়েন্টিস্ট অফ আলবার্টার (এপিইজিএ) কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। তিনিই প্রথম বাঙালি হিসেবে এই দায়িত্ব গ্রহণ করেছেন।

তিনি গত বছর একই সংগঠনের এক্সিকিউটিভ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আলবার্টার প্রকৌশলী এবং জিওসাইনস প্রফেশনের একটি রেগুলারিটি সংস্থা।

প্রকৌশলী মোহাম্মদ কাদিরের জন্ম বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি বাংলাদেশের বুয়েটে  ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স  ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ালেখা করেছেন। বর্তমানে তিনি কানাডার ক্যালগেরিতে অয়েল কোম্পানি সানকোর ইনক. এ উর্ধ্বতন প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।


আরও পড়ুন

×