টরন্টোয় রবীন্দ্রসংগীতের মোহনীয় সন্ধ্যা

আসরে গান গাইছেন দুই গুণী শিল্পী পার্থসারথি শিকদার ও মিতুল দত্ত। ছবি– সমকাল
কানাডা প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩ | ০৫:৩০ | আপডেট: ১৭ আগস্ট ২০২৩ | ০৫:৩০
রবীন্দ্রসংগীতের
পসরা সাজিয়ে বসেছিলেন দুই গুণী শিল্পী পার্থসারথি শিকদার ও মিতুল দত্ত। একের পর এক
গানে সুরের মূর্ছনায় দর্শক–শ্রোতাদের বিভোর করে রেখেছিলেন এই দুই শিল্পী। পিনপতন নীরবতায়
শ্রোতারা আসরটি উপভোগ করেন। টরন্টোর হোপচার্চ মিলনায়তনে বুধবার (১৬ আগস্ট) `শ্রাবণ
সন্ধ্যার রবীন্দ্রগান’ শিরোনামে এই সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
ছায়ানটের
সাবেক কোষাধ্যক্ষ প্রদীপ নাগের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখে ওয়াহিদ আজগর।
সংগীত আসরটিতে প্রথমে মিতুল দত্ত এবং পরে পার্থ সারথী সিকদার গান পরিবেশন করেন। সব
শেষে দুই শিল্পী যৌথভাবে একটি গান গেয়ে শোনান।
আসরে শিল্পীদের
যন্ত্রাংশে সহায়তা করেছেন সারেঙ্গীতে পন্ডিত পঙ্কজ মিশ্র, তবলায় শ্রী অশোক দত্ত এবং
কী বোর্ডে ইফতেখার হোসেইন সোহেল।
- বিষয় :
- কানাডা
- টরন্টো
- রবীন্দ্রসংগীত
- আসর