যুক্তরাজ্যে জুয়াকের নতুন কমিটি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩ | ১৫:৪১ | আপডেট: ২১ অক্টোবর ২০২৩ | ১৫:৪১
যুক্তরাজ্যে বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (জুয়াক) নির্বাচন ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি লন্ডনে এন্টারপ্রাইজ একাডেমির মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জুয়াকের বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি ও সাংবাদিক মাসুদ হাসান খানের সভাপতিত্বে এবং জাহানারা আক্তার সিমলার উপস্থাপনায় সম্মেলনে জুয়াকের বিভিন্ন কার্যক্রম এবং পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন রেজাউল করিম, সাহিত্য পাল, সামিনা আক্তার, আফিয়া নার্গিস, জুবায়ের বাবু, সৈয়দ আবদুল্লাহ্ ইনানসহ জুয়াকের সদস্যরা।
পরে নির্বাচনী পর্বের সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার দিলরুবা বেগম। নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ নুরুল মঈন ও আনিস জামান।
জুয়াকের শতাধিক সদস্যের উপস্থিতিতে জুয়াকের কার্যনির্বাহী কমিটির ২১ পদের জন্য ২১টি মনোনয়নপত্র জমা পড়ায় নির্বাচন কমিশনার সবাইকে বিজয়ী ঘোষণা করেন।
বিজয়ী প্রার্থীরা হলেন- সভাপতি পদে জুবায়ের বাবু, সহসভাপতি রেজাউল করিম, কামাল মুস্তফা, সাহিত্য পাল, সামিনা আক্তার, ইফতেখার আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সহসাধারণ সম্পাদক আবু তৈয়ব, জাহানারা আক্তার সিমলা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবদুল্লাহ্ ইনান, কোষাধ্যক্ষ মো. আলী, দপ্তর সম্পাদক মিশকাত চৌধুরী, প্রচার ও যোগাযোগ সম্পাদক ফারিয়ার নাওমি আঁচল, আইন ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক রেজুয়ানা শবনম, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ্ পাটোয়ারী, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মরিয়ম খানম, নির্বাহী সদস্য মাসুদ হাসান খান, আতিকুর রহমান জুনেল, জসিম রহমান, মোর্শেদা আক্তার ও সৈয়দা তানজিয়া তানিম। সংবাদ বিজ্ঞপ্তি