ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পর্তুগালে নানা আয়োজনে শারদীয় দুর্গোৎসব উদযাপন

পর্তুগালে নানা আয়োজনে শারদীয় দুর্গোৎসব উদযাপন

ছবি: সমকাল

শাহ তানভীর, লিসবন, পর্তুগাল

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩ | ১৬:১৮ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ | ০৫:৩৭

পর্তুগালের রাজধনী লিসবনের অডিসিইও ওলিবাইসে সোমবার দিনব্যাপী বাংলাদেশি হিন্দু এসোসিয়েশনের উদ্যোগে শারদীয় দুর্গা উৎসবের আয়োজন করা হয়। সকাল ৯টায় পূজা এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় তারপরে পুষ্পাঞ্জলি এবং প্রসাদ বণ্টন করা হয়। বিকেলে আরতির মাধ্যমে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়। আরতির শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে দশমী পূজার মাধ্যমে উৎসবের সমাপ্ত হয়।

শারদীয় দুর্গোৎসবে উপস্থিত ছিলেন পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ, প্রথম সচিব আলমগীর হোসেন, হিসাবরক্ষক সামিউল ইসলামসহ কমিউনিটির এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। পূজায় আগত অতিথিদের স্বাগত জানান পূজা কমিটির নেতারা।

প্রবাসী হিন্দু ধর্মালম্বী বাংলাদেশিরা মিলেমিশে এমন একটি সুন্দর আয়োজন করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত রেজিনা আহমেদ। এছাড়াও তিনি বলেন, ‘প্রবাসের মাটিতে হিন্দু ধর্মীয় দুর্গা পূজার এমন আয়োজন দেখে আমি খুব আনন্দিত। ধর্মীয় রীতিনীতি পালন করা প্রত্যেক ধর্মের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এছাড়াও তিনি সকলের উদ্দেশে শুভেচ্ছা জ্ঞাপন করেন।’

রাতে পূজা মণ্ডপে প্রবাসী হিন্দু ধর্মালম্বী বাংলাদেশিদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে ধর্মীয় গান, নাচ এবং আবৃত্তি করা হয়।

আরও পড়ুন

×