কানাডায় পবিত্র ঈদুল আজহা নামাজের সময়সূচি

প্রতীকী ছবি
কানাডা প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুন ২০২৪ | ১১:৩১
কানাডার ক্যালগেরিতে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এরপর দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায় এবং ঈদের তৃতীয় জামাত সকাল সাড়ে ১০টায় আকরাম জুম্মা মসজিদে অনুষ্ঠিত হবে। বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা একত্রিত হয়ে এতে ঈদের নামাজ আদায় করবেন। এ সময় প্রচুর সংখ্যক প্রবাসী বাঙালিরাও নামাজে অংশ নিবেন।
নামাজে ইমামতি করবেন মুসলিম কাউন্সিল অফ ক্যালগেরির সিনিয়র ইমাম শেখ জামাল হামমৌদ এবং শেখ ইউসুফ। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ইসলামিক সেন্টার ক্যালগেরি আকরাম জুম্মা মসজিদের ভাইস প্রেসিডেন্ট জুবায়ের সিদ্দিকী।
বাংলাদেশ কমিউনিটির মসজিদ বিএমআইসিসিতেও ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম নামাজ বিএমআইসিসি মসজিদে সকাল সাড়ে ৮টায় এবং দ্বিতীয় ঈদের নামাজ সকাল সাড়ে ৯টার সময়ে অনুষ্ঠিত হবে। এছাড়াও বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের নিজ নিজ কমিউনিটিতে সকাল থেকেই ঈদের নামাজ আদায় করবেন
প্রসঙ্গত, এবারের ঈদের দিনটি কর্মদিবস না হওয়ায় প্রচুর সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে।
- বিষয় :
- কানাডা
- ঈদের নামাজ
- ঈদের জামাত