ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিধিনিষেধ মেনে আলবার্টায় ব্যবসা চালুর পরিকল্পনা

বিধিনিষেধ মেনে আলবার্টায় ব্যবসা চালুর পরিকল্পনা

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২০ | ২৩:৫০ | আপডেট: ১৫ জুন ২০২০ | ০০:০১

কানাডার আলবার্টায় ব্যবসাসহ অন্যান্য প্রতিষ্ঠান পুনরায় চালু করার পরিকল্পনা করা হচ্ছে। এর জন্য করোনাভাইরাস সম্পর্কিত কিছু বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে।

১৯ জুন থেকে ফের ব্যবসা প্রতিষ্ঠান চালুর কথা রয়েছে। তবে প্রদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, তফসিলের আগে তারা এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।

অ্যালবার্টায় মুভি থিয়েটার, পাবলিক লাইব্রেরি, কিছু রেক সেন্টার এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান আবার খোলা থাকবে।

জানাজা এবং বিয়ের অনুষ্ঠানে ইনডোরের সমাবেশগুলিতে এখন শারীরিক দূরত্ব বজায় রেখে ৫০ জন লোক থাকতে পারবে এবং সভা, বিনোদন, খেলাধুলা এবং পাবলিক ইভেন্টে ১০০ জন লোক থাকতে পারবে।

তবে শহরে করোনাভাইরাসে সংক্রমণের আশঙ্কা থাকায় কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে এখনও সময় নিচ্ছে।

উল্লেখ্য, পুরো আলবার্টায় মানুষের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে। অফিস কর্মকর্তাদের নির্দেশে অফিস করতে হলেও স্বাস্থ্যবিধি মেনে তা করা হচ্ছে। 

আলবার্টায় বসবাসরত প্রবাসী বাঙালিদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই চান না এই মুহূর্তে কাজে যোগ দিতে। অনেকেই মনে করেন এখনো পরিপূর্ণ সময় আসেনি।

এছাড়াও কানাডার বিভিন্ন প্রদেশে নীতিনির্ধারকরা অর্থনীতিকে সচল রাখতে নিয়মিত আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছেন।


আরও পড়ুন

×