ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আলবার্টায় জাতীয় উদ্যানে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৩

আলবার্টায় জাতীয় উদ্যানে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৩

দুর্ঘটনা কবলিত বাস

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২০ | ০১:২৩ | আপডেট: ২১ জুলাই ২০২০ | ০১:৩৫

কানাডার আলবার্টা প্রদেশে জাতীয় উদ্যানে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ২৪ জন।

শনিবার জ্যাসপার জাতীয় উদ্যানে ঘোরার সময় হিমবাহ থেকে গড়িয়ে পড়ে বাসটি।

নিহতরা হলেন-ক্যানো ন্যারো, সাস্কের ২৪ বছর বয়সী এক নারী,  অ্যাডমন্টনের ২৮ বছর বয়সী এক নারী এবং ভারতের ৫৮ বছর বয়সী এক পুরুষ।

দুর্ঘটনার সময় তাতে চালকসহ ২৭ জন যাত্রী ছিলেন। হেলিকপ্টারের মাধ্যমে হতাহতদের উদ্ধার করা হয়। স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। এদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক।  নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর বাসচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

সোমবার কানাডা পুলিশ জানিয়েছে,  ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, আলবার্টার জ্যাসপার জাতীয় উদ্যানে প্রতিবছর গ্রীষ্মের এই সময়ে প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটে। তবে কোভিড-১৯ এর কারণে এ বছর দর্শনার্থীর সংখ্যা অনেক কম। অন্যদিকে এ ধরনের বাস দুর্ঘটনাও সচরাচর কম হয়ে থাকে।


আরও পড়ুন

×