ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবক নিহত

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবক নিহত

ফারহান সাঈদ

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২০ | ০২:৪৬

সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যুর সাতদিন পার না হতেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফারহান সাঈদ (২১) নামে আরেক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। ২৫ আগষ্ট স্থানীয় সময় ভোর রাত ৪টার দিকে নিউইয়র্কের আপষ্টেটের বিয়ার মাউন্টেইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহান কুইন্সের জ্যামাইকায় বসবাস করতেন। মৃত্যুকালে তিনি মা-বাবা আর এক ভাই রেখে যান। তার দেশের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামে। শিশু বয়সে তিনি মা-বাবার সাথে যুক্তরাষ্ট্র অভিবাসী হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, লং আইল্যান্ডে বসবাসকারী ইব্রাহিম ইমু গত ২৫ আগস্ট নতুন‘ইনফিনিটি স্পোর্টস কার’ কিনে তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে লং ড্রাইভে যান। তাদের বহনকারী গাড়িটি ভোর রাত ৪টার দিকে নিউইয়র্কের আপষ্টেটের বিয়ার মাউন্টেইন এলাকায় মোড় ঘোরার সময় একটি গাছের সাথে পিছনের দিক থেকে ধাক্কা খায়। এতে গাড়ির পিছন সিটে বসা ফারহান ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার দুই বন্ধু আহত হন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, অতি দ্রুত গাড়ি চালানোর সময় ওভার স্পীডের কারণেই তারা দুর্ঘটনার শিকার হন।


আরও পড়ুন

×