ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

স্লোভেনিয়াতে দৈনিক করোনা সংক্রমণের নতুন রেকর্ড!

স্লোভেনিয়াতে দৈনিক করোনা সংক্রমণের নতুন রেকর্ড!

স্লোভেনিয়া সংবাদদাতা

প্রকাশ: ০১ অক্টোবর ২০২০ | ২৩:২৪

স্লোভেনিয়াতে গত চব্বিশ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছে। স্লোভেনিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক হেলথ কর্তৃক প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় নতুন করে মধ্য ইউরোপের এ দেশটিতে ২০৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছে। 

দৈনিক সংক্রমণের দিক থেকে যেটি এ যাবৎকাল পর্যন্ত যেটি সর্বোচ্চ। পাশপাশি করোনার সংক্রমণে গত চব্বিশ ঘণ্টায় স্লোভেনিয়াতে আরও দুইজনের জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখন পর্যন্ত স্লোভেনিয়াতে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৮৬৫ জন। এছাড়াও প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত স্লোভেনিয়াতে মোট মৃত্যুবরণ করেছেন ১৫২ জন এবং চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাসায় ফিরেছেন ৩,৯০৬ জন।

সেকেন্ড ওয়েভে এখানকার করোনা পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে। বিশেষত প্রতিনিয়ত দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশটির সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এমনকি অস্ট্রিয়া, সুইজারল্যান্ডসহ ইউরোপের অনেক দেশের তালিকায় নিরাপদ রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়ার নাম আর নেই। এসকল দেশের কর্তৃপক্ষ স্লোভেনিয়াকে রেড জোন হিসেবে তালিকাভুক্ত করেছে। তাই এখন থেকে স্লোভেনিয়া থেকে যদি কেউ এ সকল দেশে যাতায়াত করতে চান তাহলে তাকে বাধ্যতামূলকভাবে কোভিড-১৯ টেস্টের নেগেটিভ সনদ বহন করতে হবে, অন্যথায় তাকে ১০ থেকে ১৪ দিনের জন্য কোয়ারান্টাইনে পাঠানো হবে। 

ফার্স্ট ওয়েভে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে স্লোভেনিয়া ছিলো ইউরোপের দেশগুলোর মাঝে একটি রোল মডেল। প্রতিবেশি দেশ ইতালি যেখানে প্রতিনিয়ত করোনা ভাইরাসের সংক্রমণে অসংখ্য মৃত্যুর মিছিল দেখেছে সেখানে স্লোভেনিয়া ছিলো করোনা প্রতিরোধে অনেকটা সফল। সেকেন্ড ওয়েভে পরিস্থিতি সম্পূর্ণ উল্টা পথে হাঁটা শুরু করছে। স্লোভেনিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যদি এরকম প্রতিনিয়ত সংক্রমণ বৃদ্ধি পেতে থাকে তাহলে হয়তো বা রাত দশটা থেকে সকাল সাতটা পর্যন্ত সকল ধরণের বার, রেস্টুরেন্ট ও কফিশপ অর্থাৎ একসাথে যেখানে অধিক মানুষের সমাগম হয় সেসকল প্রতিষ্ঠানকে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হবে এবং একই সাথে এ সময়ে মানুষের যাতায়াতের ওপরও বিধিনিষেধ আরোপ করা হবে। তবে নতুন করে লক ডাউন আরোপের বিষয়ে দেশটির সংসদ এখনও দ্বিধাবিভক্ত। দেশটির বাম ও উদারপন্থি রাজনৈতিক দলগুলো লক ডাউনের পক্ষে অবস্থান নিলেও ক্ষমতাসীন স্লোভেনিয়ান ডেমোক্র্যাটিক পার্টির রাজনৈতিক নেতারা একেবারে লক ডাউনের বিপক্ষে। তাদের দাবি এ মুহূর্তে নতুন করে করোনা মোকাবেলায় লক ডাউন দেওয়া হলে দেশটির অর্থনীতি একেবারে ভেঙে পড়বে যেখান থেকে সহজে উত্তরণ করতে পারাটা স্লোভেনিয়ার মতো ক্ষুদ্র অর্থনীতির দেশের জন্য বড় একটি কঠিন বিষয় হয়ে দাঁড়াবে।

মূলত লক ডাউন পরবর্তী সময়ে প্রতিবেশি দেশগুলোর সাথে সীমান্ত সংযোগ পুনরায় চালু করার পর বলকান রাষ্ট্র বিশেষত সার্বিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, মেসিডোনিয়া এ সকল দেশের থেকে মানুষের যাতায়াত বৃদ্ধির কারণে স্লোভেনিয়াতে পুনরায় করোনা ভাইরাসে আক্ৰান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে দাবি করছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। একই সাথে গ্রীষ্মকালীন অবকাশ যাপনের জন্য অনেকে দেশটির বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে জড়ো হচ্ছেন। এছাড়াও স্লোভেনিয়ার জনসাধারণের একটা বড় অংশ গ্রীষ্মকালীন অবকাশ যাপনের জন্য প্রতিবেশি দেশ ক্রোয়েশিয়ার সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে যাতায়াত করেন। অবকাশ শেষে যখন তারা স্লোভেনিয়াতে ফিরে আসছেন তখন তাদের অনেকের শরীরে কোভিড-১৯ শনাক্ত হচ্ছে। 

স্লোভেনিয়ার অন্যতম জনপ্রিয় গণমাধ্যম এসটিএ বলছে, গত মার্চ থেকে মে মাস পর্যন্ত করোনার সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সেখানকার জনসাধারণের মাঝে যে রকমভাবে সতর্কতা পরিলক্ষিত হচ্ছিলো বর্তমানে তেমনটি আর দেখা যাচ্ছে না যা দেশটিতে করোনা ভাইরাস বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হিসেবে দাবি করেছে এসটিএ।

আরও পড়ুন

×