হাঙ্গেরি-স্লোভাকিয়ায় করোনার টিকাদান শুরু

রাকিব হাসান রাফি, স্লোভেনিয়া থেকে
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০ | ২০:৪৬ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২০ | ২২:৩৫
ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্র হিসেবে প্রথম করোনাভাইরাস টিকা প্রয়োগ শুরু করেছে পূর্ব ইউরোপের দুই দেশ হাঙ্গেরি ও স্লোভাকিয়া। স্লোভাকিয়ার মধ্যে প্রথম ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয় পশ্চিমাঞ্চলীয় শহর নিট্রার ফ্যাকাল্টি হাসপাতালে।
শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক ফেসবুক পোস্টে এ বিষয়ে নিশ্চিত করা হয়।
অন্যদিকে হাঙ্গেরিতে প্রথম টিকাদান কার্যক্রম শুরু হয় রাজধানী বুদাপেস্টের উপকণ্ঠে অবস্থিত সাউথ পেস্ট হসপিটাল সেন্টারে। প্রাথমিক পর্যায়ে এ টিকাদান কর্মসূচি মূলত স্বাস্থ্যকর্মীদের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে।
হাঙ্গেরির মানবসম্পদ বিষয়ক মন্ত্রী মিকলোস কাসলার এক বিবৃতিতে দেশটির টিকাদান কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২১ ডিসেম্বর ইউরোপিয়ান মেডিসিনস অ্যাজেন্সি ফাইজার ও বায়োএনটেকের টিকাকে আনুষ্ঠানিকভাবে ব্যবহারের অনুমোদন দেয়। এরপর ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন টুইটে জানান, এ মাসের ২৭ থেকে ২৯ তারিখের মধ্যে যেকোনো একদিন গোটা ইউরোপিয়ন ইউনিয়ন জুড়ে আনুষ্ঠানিকভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হতে পারে। তিনি ইইউ সদস্যভুক্ত ২৭টি দেশকে একইদিনে টিকা কার্যক্রম শুরু করার আহবান জানান।
যার ধারাবাহিকতায় রোববার থেকে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলোতে টিকা কার্যক্রম শুরু করার কথা। তবে সবাইকে অবাক করে একদিন আগেই ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু করে দিয়েছে পূর্ব ইউরোপের প্রতিবেশী দুই দেশ। হঠাৎ করে হাঙ্গেরি এবং স্লোভাকিয়া কেন এগিয়ে গেল সে বিষয়ে অবশ্য দেশ দুইটির সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলা হয়নি।
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, চূড়ান্তভাবে করোনা নির্মূল করতে হলে কোনো একটি পপুলেশনের শতকরা ৬৫ থেকে ৭০ শতাংশ মানুষের শরীরে করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর অ্যান্টিবডির উপস্থিতি থাকতে হবে।
এরই অংশ হিসেবে তিনি ধাপে ধাপে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো থেকে কমপক্ষে ৪৫০ মিলিয়ন মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন।
ইউরোপিয়ান ইউনিয়ন ইতোমধ্যে ফাইজার, মডার্না, জ্যানসেন ফার্মাসিউটিক্যাল এনভি, কিউরভ্যাক, অ্যাস্ট্রোজেনকা, সানোফি, গ্ল্যাক্সোস্মিথ ক্লাইনসহ টিকা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ৩০০ মিলিয়ন ডোজ টিকা কেনার অগ্রিম চুক্তি করে রেখেছে।
এর অংশ হিসেবে ফাইজার এবং বায়োএনটেকের কাছ থেকে ১০০ মিলিয়ন এবং মডার্নার কাছ থেকে ১৮০ মিলিয়ন ডোজ টিকা কেনার ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন।
ফাইজার ও বায়োএনটেক ইতোমধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর কাছে প্রথম চালান হিসেবে ১০ হাজার ডোজ টিকা পৌঁছে দিয়েছে। রোববার থেকে আনুষ্ঠানিকভাবে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য বিভিন্ন দেশ টিকাদান কার্যক্রম শুরু করতে পারে।
ফাইজারের পর আগামী মাসের ছয় তারিখের মধ্যে মডার্নার তৈরি করোনার টিকাকেও আনুষ্ঠানিকভাবে অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত দেবে ইউরোপিয়ান মেডিসিন অ্যাজেন্সি।
- বিষয় :
- স্লোভাকিয়া
- হাঙ্গেরি
- ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)