ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নিউইয়র্কে সীমানা প্রাচীর ভেঙে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

নিউইয়র্কে সীমানা প্রাচীর ভেঙে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

জসীম মিয়া

তোফাজ্জেল লিটন, নিউইয়র্ক থেকে

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০ | ০৭:৫৫

নিউইয়র্ক সিটির ব্রুকলিনে কর্মরত অবস্থায় বাড়ির সীমানা প্রাচীর ভেঙে চাপা পড়ায় ৪১ বছরের মেকানিক্স জসীম মিয়া নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনায় আশরাফুল হাসান নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। তাকে ব্রুকলিনের লুথারেন হাসপাতালে ভর্তি করা হয়েছেে।

হতাহত দু'জনের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি এলাকায়। যুক্তরাষ্ট্রে তারা রাজনৈতিক আশ্রয়ে ছিলেন।

প্রত্যক্ষদর্শী শামসুল হক বলেন, ‘ব্রুকলিনের সানসেট পার্ক এলাকায় ফোর্থ অ্যান্ড ফিফথ অ্যাভিনিউয়ের মধ্যে ৪২ স্ট্রিটে দুইতলা ভবনের পেছনের সীমানা প্রাচীর পুনর্নির্মাণের কাজ করছিলাম আমরা। প্রাচীরের ভীত দুর্বল থাকায় নয় ফুট উঁচু দেয়াল ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মারা যায় জসীম। আমি একটু দূরে থাকায় বেঁচে যাই। ১১ বছর ধরে যুক্তরাষ্ট্রে ছিল জসিম। তার ছোট ভাই ও মামার পরিবারও এখানে থাকে।’

এনওয়াইপিডি এর ইএমএ প্রধান স্টিফেন রুসো দুর্ঘটনা পরবর্তী সংবাদ সম্মেলনে জানান, কয়েকদিন আগে অভিযোগ পেয়ে আমেরিকার নাগরিকের এ সীমানা প্রাচীর পরিদর্শন করা হয়। তবে সে সময় বোঝা যায়নি যে দেয়ালটি ভেঙে পড়তে পারে। এ  দুর্ঘটনার তদন্ত করা হচ্ছে।

সিটির নথিভুক্ত কন্ট্রাক্টর নুরুল আমিন বাবু বলেন, নিহতের পরিবার এবং আহতের পরিবার যথাযথভাবে মামলা পরিচালনা করলে ৪ থেকে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ পেতে পারেন।

আরও পড়ুন

×