ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নিউইয়র্কে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউইয়র্কে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি: সমকাল

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২ | ১৩:১২ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ | ১৩:১২

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন নিউইয়র্কের সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীরা। 

মঙ্গলবার প্রথম প্রহরে জাতীয় সংগীত ও ছাত্রলীগের দলীয় সংগীত গেয়ে অনুষ্ঠান শুরু করা হয়। হিমাঙ্কের নিচে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করে নেতাকর্মীরা এতে যোগ দেন। 

বক্তারা বলেন, দেশের বিরুদ্ধে যে যেখানেই যত ষড়যন্ত্র করুক আমরা তার শক্ত হাতে প্রতিহত করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্ত করতে ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আমরা কাজ করে যাব। 

যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুল হক রাসেলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মাহাবুবুর রহমান টুকু ও সোলায়মান আলি, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার প্রমুখ। 

যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদিন জয়, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক কার্যকরী সদস্য হেলাল মিয়াসহ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সবাই মিলে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। 

আরও পড়ুন

×