ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

আইসিইউতে কথাসাহিত্যিক সমরেশ মজুমদার

আইসিইউতে কথাসাহিত্যিক সমরেশ মজুমদার

কথাসাহিত্যিক সমরেশ মজুমদার। পুরোনো ছবি।

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩ | ১৪:০১ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩ | ১৪:০১

ফুসফুস ও শ্বাসনালী সংক্রমণের কারণে গুরুতর অসুস্থ প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদার। কলকাতার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রয়েছেন তিনি। 

আজ রোববার হাসপাতাল সূত্রে জানা গেছে, শ্বাসনালীতে গভীর সংক্রমণ রয়েছে সমরেশ মজুমদারের। চিকিৎসকরা বলেছেন, আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

সমরেশ মজুমদারের বড় মেয়ে দোয়েল মজুমদার জানান, গত এক যুগ ধরেই ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) সমস্যা রয়েছে তার। বৃহস্পতিবার নিজের বাসভবনে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত দুইদিন কেবিনেই রাখা হয়েছিল। কিন্তু শনিবার বিকেলে অবস্থা কিছুটা খারাপের দিকে গেকে তাকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউতে) নেওয়া হয়েছে।

৭৯ বছর বয়সী এই সাহিত্যিকের অসুস্থ হওয়ার খবরে সাহিত্যিক পরিমণ্ডলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত তার আরোগ্য কামনা করছেন গুণগ্রাহীরা।

সমরেশ মজুমদারের জন্ম ১৯৪৪ সালের ১০ মার্চ, জলপাইগুড়ির চা বাগান ঘেরা ডুয়ার্সে।তার  স্কুলজীবন কেটেছে জলপাইগুড়ি জেলা স্কুলে। পরে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় স্নাতক ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করেন।

১৯৬৭ সালে দেশ পত্রিকায় প্রকাশিত 'দৌড়'-এর পরে কালবেলা, উত্তরাধিকার, কালপুরুষ, বুনো হাঁসের মতো একাধিক উল্লেখযোগ্য উপন্যাস লিখেছেন তিনি। তার ঝুলিতে রয়েছে অগণিত সম্মাননা। ১৯৮২ সালে আনন্দ পুরস্কার পান তিনি। ১৯৮৪ সালে সাহিত্য আকাদেমী পুরস্কার, বঙ্কিম পুরস্কার এবং আইআইএমএস পুরস্কার পান সমরেশ মজুমদার। চিত্রনাট্যকার হিসেবে বিএফজেএ, দিশারী এবং চলচ্চিত্র প্রসার সমিতির অ্যাওয়ার্ডের পালকও রয়েছে তার মুকুটে।


আরও পড়ুন

×