‘বেয়ন্ড বর্ডার্স: দ্য আর্ট অব রিপোর্টিং ইস্ট অ্যান্ড ওয়েস্ট’ বইয়ের মোড়ক উন্মোচন

সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৫ | ১০:২২ | আপডেট: ০৩ জুন ২০২৫ | ১০:৪৯
রাজধানীতে ‘Beyond Borders: The Art of Reporting Eest and West’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটির জ্যৈষ্ঠ সাংবাদিক নাজনীন আক্তার বানু।
তানিয়া হামিদের উপস্থাপনায় এবং জাফ ল অ্যান্ড ইমিগ্রেশনের সিইও অ্যাড. এম এম নুরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহীদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম, মুনিম খান মুজলিস (অব.) এয়ার কমোডর, পিআইবি জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. রথীন্দ্রনাথ সরকার, কবি ও সাহিত্যিক শহিদুল্লাহ ফারায়েজী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলী আশরাফ আকন্দ।
- বিষয় :
- বই