ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

কবি হাসান হাফিজের জন্মবার্ষিকী আজ

কবি হাসান হাফিজের জন্মবার্ষিকী আজ

হাসান হাফিজ। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪ | ০০:১৮ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ | ০০:১৯

সত্তর দশকের শক্তিমান কবি ও সাংবাদিক হাসান হাফিজের ৭০তম জন্মবার্ষিকী আজ। বর্তমানে তিনি জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক।

১৯৫৫ সালের এই তারিখে তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার এলাহিনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘ ৪২ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত।

তার লেখা মৌলিক ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক। এর মধ্যে কাব্যগ্রন্থ ৫৭টি। একটি কবিতার বই বের করেছে কলকাতার ‘সাংস্কৃতিক খবর’।

তার কবিতা অনূদিত হয়েছে ইংরেজি, ফরাসি, হিন্দি, উর্দু, নেপালি, আরবি ও ফারসি ভাষায়। সাহিত্য ও সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর স্বর্ণপদক, ডাকসু সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, কলকাতার সৌহার্দ কবিতা উৎসব সম্মাননা, জাতীয় প্রেস ক্লাব লেখক সম্মাননা, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাহিত্য পুরস্কার ইত্যাদি। সংবাদ বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×