ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

আইপিডিসির গল্প প্রতিযোগিতা ‘আমার ঘর আমার বাগান’

পরিবেশ রক্ষায় ফ্ল্যাট বাড়ির বাগান

পরিবেশ রক্ষায় ফ্ল্যাট বাড়ির বাগান

ফ্ল্যাটবাড়িতে বাগান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২১ | ০১:৩৮ | আপডেট: ২৬ জুন ২০২১ | ১০:৩৪

বাগান মানে ফুলে-ফলে ভরা বিশাল একটি জায়গা হবে, নানান ধরনের গাছ-গাছালি থাকবে, তা কিন্তু নয়৷ প্রকৃতিকে ভালোবাসলে যে কেউ, যে কোনো স্থানে বাগান তৈরি করতে পারেন। ছোট্ট বাড়ি বা ফ্ল্যাটের বারান্দায়, বাড়ির আশেপাশে বা ছাদে কিংবা উঠোনে সুবিধা মতো জায়গায় বাগানের সাধ মেটানো যায় সহজেই।

বিষয়টি একদিকে যেমন শৌখিনতার পরিচয় দেয় তেমনি অন্যদিকে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বাসস্থানের সৌন্দর্য বৃদ্ধি করে। ইট পাথরের জালে ঘেরা শহুরে জীবনের একঘেয়েমীতে একটু সতেজতা খুঁজে পেতে অনেকেই নিজ বাড়িতে বাগান করার দিকে ঝুঁকছেন।

পরিবেশের ভারসাম্য রক্ষায় ভীষণভাবে উপকারী এসব গাছ, বাগান বা ছোট ক্ষেত। শহুরে কোলাহলময় ব্যস্ত জীবনযাত্রার চাপে আমরা ভুলেই যাই যে, নিজেদের সুস্থ রাখতে হলে সুস্থ রাখতে হবে পরিবেশকে। এই বিষয়টি বিবেচনায় রেখে গত ৫ জুন পালিত হওয়া বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের উদ্যোগে শুরু হয়েছে আইপিডিসি ‘আমার ঘর আমার বাগান’ গল্প প্রতিযোগিতা।

সংরক্ষণের মাধ্যমে প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনার কার্যক্রমকে উৎসাহ যোগাতেই এমন উদ্যোগ নিয়েছে আইপিডিসি। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী গল্পের মাধ্যমে বলবেন নিজের আঙ্গিনায় বাগান করার পেছনের গল্প। গল্পের উদ্ভাবন ও সৃজনশীলতা, উপস্থাপনা, উৎসাহ প্রদান- এই তিনটি মানদণ্ডের বিবেচনায় নির্বাচিত হবে সেরা ১০ গল্প। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম ১০ জন বিজয়ী পাবেন ক্রেস্ট, গাছ, ই-সার্টিফিকেট এবং দেশের শীর্ষস্থানীয় দুটি জাতীয় দৈনিকে ফিচার হওয়ার অনন্য সুযোগ।

প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন আইপিডিসির ফেইসবুক পেজ অথবা ক্লিক করুন এই লিঙ্কে: https://host.youthop.com/wed2021/। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×