ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সবার আগে নিজেকে ভালোবাসুন

সবার আগে নিজেকে ভালোবাসুন

.

ফাহমিদা রিমা

প্রকাশ: ১০ মার্চ ২০২৪ | ০৭:১৬ | আপডেট: ১০ মার্চ ২০২৪ | ১১:৪৮

ব্যস্ততায় ছুটে চলেছি আমরা। তবু কত স্বপ্ন দেখি! ছোট্ট এই জীবনে চলার পথে কত ঝড়ঝাপ্টা সই। পারিপার্শ্বিকতা ও সম্পর্কের টানাপোড়েনে কখনও কখনও থমকে দাঁড়াই। অথচ সামনে পড়ে আছে বিশাল সমুদ্র। তাই বলে জীবনের এই বিশাল সমুদ্রের উত্তাল ঢেউয়ের দাপটে হারিয়ে যাব আমরা? বলি, হারালে চলবে না। আত্মবিশ্বাস আর সাহস নিয়ে সব ঝড়ঝাপ্টা সামলে এগিয়ে যেতে হবে। আর এর উপায় বের করতে হবে নিজেকেই–

তুলনায় যাবেন না : আপনি চলছেন আপনার মতো করে। এই চলার পথে আশপাশের উঁচু কিংবা নিচু কারও সঙ্গে নিজেকে কখনও তুলনা করবেন না। যদি করেন, তবে একটু ভাবলেই বুঝতে পারবেন, আসলে এই তুলনার মাধ্যমে আপনি নিজেকেই ছোট ভাবছেন।
ভালো থাকার প্রচেষ্টা: তা ছাড়া আপনি যখন হতাশায় সময় পার করেন, জীবন তখন আপনাকেই পরিহাস করে। আর যখন আপনি উদ্যমী হন, জীবন আপনাকে স্বাগত জানায়। আর যখন আপনি কাউকে খুশি রাখেন, তখন জীবন আপনাকে স্যালুট জানায়। তাই ভালো থাকার চেষ্টা করুন এবং অন্যদেরও আনন্দ দেওয়ার চেষ্টা করুন।

জীবন বাস্তবতা: একটু সচেতনতার সঙ্গে চোখ বুলালে দেখবেন, প্রায় সব সফল ব্যক্তির জীবনের পেছনে কিছু কষ্টের গল্প থাকে। আর প্রতিটি কষ্টের গল্পেরই সফল পরিসমাপ্তি  ঘটে। ফলে জীবনে বাস্তবতাকে মেনে নিতে শিখুন আর সাফল্যের জন্য তৈরি করুন।

নিজের ভুলত্রুটি: অন্যের ভুলগুলো তুলে ধরা খুব সহজ। কিন্তু নিজের ভুলত্রুটি ধরতে পারা অনেক বড় একটি গুণ। নিজের ভুলগুলো চিহ্নিত করুন আর এগুলো থেকে শিক্ষা নিন। দেখবেন, ঠিক এগিয়ে যাচ্ছেন বহুদূর। নিজের অতীতকে আপনি বদলাতে পারবেন না। তাই বলে লেজ গুটিয়ে বসে থাকবেন? না। আপনি অতীত থেকে শিক্ষা নিয়ে একটু সচেতন হোন। পরিশ্রমটা বাড়ান। দেখবেন, বদলে দিতে পারছেন আপনার ভবিষ্যৎকে।

সামনে তাকান: জীবনে বড় কোনো সুযোগ হাতছাড়া হয়ে গেলে হুটহাট চোখে জল নিয়ে আসবেন না। চোখ মেলে দেখুন, সামনে আরও হাজারটা সুযোগ হাত বাড়িয়ে আছে আপনার দিকে। তাদের সব প্রতীক্ষা যেন আপনারই জন্য। খোলস পাল্টানো প্রাণীদের মতো করে মুখের অভিব্যক্তি বদলিয়ে আপনি আদতে কিছুই বদলাতে পারবেন না। পরিবর্তিত জীবনের মুখোমুখি হন, দেখবেন সব বদলে দিচ্ছেন আপনি নিজেই। 

ভুল থেকে শিক্ষা: ভুলত্রুটি নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। বছরখানেক পর দেখবেন, এই একরাশ ভুল থেকেই অনেক কিছু শিখে নিয়েছেন আপনি। যখন হেরে যাবেন, তখন সেটাকে সামনে রাখবেন; আর যখন জিতবেন, তখন নিজেকে শান্ত রাখুন। মনে রাখবেন, স্বর্ণকে তাপ দিয়ে অলংকার তৈরি করা হয়, পাথর কেটে বানানো হয় ভাস্কর্য। আর আপনার জীবনের হাজারও যন্ত্রণা আপনাকে একদিন মূল্যবান করে তুলবে।

আরও পড়ুন

×