সুবিধাবঞ্চিত শিশুদের পাশে

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে মানুষের জন্য ভালোবাসা ফাউন্ডেশন–এর স্বেচ্ছাসেবকরা
রুবেল মিয়া নাহিদ
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪ | ২২:২৭
মুরাদুজ্জামান। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গাজীপুরে গড়ে তোলেন মানুষের জন্য ভালোবাসা ফাউন্ডেশন। উদ্যোগটা প্রথম নেওয়া হয় ২০১২ সালে। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, পাঠাগার স্থাপন, অসচ্ছল পরিবারকে স্বাবলম্বীকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, শিশুদের বিনোদনমূলক কার্যক্রমসহ উন্নত ও টেকসই পরিবার, উন্নত সমাজ ও দেশ গড়ে তুলতে অবিরাম কাজ করে যাচ্ছে সংগঠনটি। সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক শিক্ষা এবং নৈতিক জ্ঞান দেওয়ার জন্য রাজধানীর উত্তরখানে ‘বর্ণকথা ইশকুল’ নামে একটি বিদ্যালয়ও পরিচালনা করছে সংগঠনটি। যেখানে ৭০ জন শিক্ষার্থী পাঠ নিচ্ছে। এসব শিক্ষার্থীর যাবতীয় শিক্ষা উপকরণের পাশাপাশি স্বাস্থ্যসেবাও দিয়ে আসছে তারা। তাদের কারও মা-বাবা নেই। কেউবা পথশিশু কিংবা বাল্যবিয়ের শিকার। আছে নির্যাতিতও। তারা সবাই শিশু। ৩০০ বই নিয়ে যাত্রা শুরু বর্ণকথা পাঠাগারের। বর্তমানে প্রায় দুই হাজার বই রয়েছে পাঠাগারটিতে। সব বয়সী পাঠক পাঠাগারের পাঠকক্ষে তাদের পছন্দ অনুযায়ী বই পড়তে পারেন এবং চাইলে যে কেউ বই বাসায় নিয়েও পড়তে পারেন।
রমজানে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে মাসব্যাপী ইফতারসামগ্রী বিতরণ, বিভিন্ন মাদ্রাসায় দুই শতাধিক কোরআন শরিফ বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ, অসচ্ছল পরিবারের মাঝে ঈদবাজার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের অন্যতম উদ্যোক্তা সুমা আবেদীন বলেন, ‘পেট ভরে তিন বেলা খেতে পায় না তারা। তবুও আড়াল থেকে স্বপ্ন দেখে, লেখাপড়া করে নিজের মতো রাঙাবে পৃথিবীটাকে। আমরা তাদের জন্য কাজ করে যাচ্ছি।’
সংগঠনের প্রতিষ্ঠাতা মুরাদুজ্জামান বলেন, ‘১২ বছরে ১৬০টিরও বেশি এক দিনের ইভেন্ট করেছি। আগামীতে আমাদের কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই।’u
- বিষয় :
- সুবিধা বঞ্চিত শিশু