ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

পোষা প্রাণীর জন্য মায়া

পোষা প্রাণীর জন্য মায়া

মডেল : শাহ্‌তাজ।। ছবি : কৌশিক

ফাহমিদা রিমা

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪ | ২৩:৪৫

তরুণদের মধ্যে পোষা প্রাণীর প্রতি দুর্বলতা বেশিই দেখা যায়। ইতিহাসে চোখ রাখলে দেখা যায়, সেই আদিমকাল থেকে মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে এই পোষা প্রাণী। কখনও মানুষ শখের বশে তা লালন-পালন করে আসছে। কখনও একাকিত্ব থেকে মুক্তি পেতে পোষা প্রাণীকে বেছে নিচ্ছে। কোনো প্রাণী একবার পোষ মেনে গেলে তার মালিক ছাড়া দুনিয়ার কাউকেই যেন গুনতে চায় না! 
বন্ধু যখন শখের প্রাণী
আমাদের প্রায় সবার মনেই প্রাণীদের জন্য অন্যরকম একটা টান থাকে। এই টান আস্তে আস্তে শখে রূপান্তরিত হয়। শখ থেকেই প্রেম, ভালোবাসা, মায়া আর বন্ধুত্ব। তখন দু’জন দু’জনের মনের কথা ঠিকই বুঝে নিতে পারবেন। আপনার চাওয়া মুখ ফুটে বলার আগেই হয়তো সেই কাজটা করে দেবে সে। এমন প্রাণপ্রিয় প্রাণীটি হয়তো তখন প্রিয় প্রেমিকার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনার কাছে। 
পুষতে পারেন যেসব প্রাণী
রাজ্যের পোষা প্রাণী থাকলেও কুকুর এবং বিড়াল মানুষের খুবই নির্ভরযোগ্য পোষা প্রাণী। এ কথা স্বীকার করবে যে কেউ। এ ছাড়াও খরগোশ, হ্যামস্টার, সাদা ইঁদুর, গিনিপিগ এবং কিছু সরীসৃপের মধ্যে কাছিমও পালন করে আসছে। তবে আমাদের দেশে ময়না এবং টিয়া পাখিও বেশ জনপ্রিয়। 
ঘরে আনার আগে...
পোষা প্রাণী কেনার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখবেন। যেমন– প্রাণীটি সুস্থ কিনা, তা ভালোভাবে দেখে নিন। পারলে চিকিৎসক এবং অভিজ্ঞদের সঙ্গে রাখুন। 
n যে প্রাণীটি নিয়ে আসছেন ঘরে, তার জীবনযাপন সম্পর্কে জানুন।
n প্রাণীটি কেনার পরপরই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন।
n টিকা দিয়ে দিন। টিকা দেওয়ার পর চিকিৎসকেরাই বলে দেবেন পরবর্তী সময়ে কী করতে হবে।
n তার জন্য পর্যাপ্ত খাবার নিয়ে নিন।
n বাসায় ছোট বাচ্চাকাচ্চা থাকলে এমন প্রাণী আনুন, যা তাদের জন্য আদরণীয় হয়।
n পরিবারের সঙ্গে মানানসই প্রাণী পছন্দ করুন। পছন্দ করার পর ওই প্রাণীটির আচার-আচরণ, প্রয়োজনীয়তা, সাবধানতা নিয়ে পড়াশোনা করুন।
n প্রাণীটির দেখাশোনায় কেমন খরচ হতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন। 
যত্নআত্তি
বাসায় নিয়ে আসার পর মন দিতে হবে প্রিয় প্রাণীটির যত্নআত্তিতে। কেননা, পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এক্ষেত্রে যেসব বিষয় মাথায় রাখতে হবে– 
n প্রিয় প্রাণীর থাকার জায়গায় পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা থাকতে হবে।
n দিতে হবে তাকে সুষম খাবার।
n নিয়মিত গোসল করাতে হবে। 
n নিয়মিত নখ কেটে দিন।
n লোমের ধরন বুঝে চিরুনি ব্যবহার করুন।
n সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হন।
n ঋতুভিত্তিক টিকা নিন।
বন্ধু হে
সব ঠিকঠাক থাকলে আর আপনার মায়া থাকলে আস্তে আস্তে এই প্রাণীটিই হয়ে উঠবে আপনার প্রিয় বন্ধু। একটা সময় দেখবেন, তাকে ছাড়া কোনোভাবেই আপনি থাকতে পারছেন না। u

আরও পড়ুন

×