সহজে ইংরেজি শেখানো তরুণ

‘ইংলিশ থেরাপি’-এর প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম তরুণদের সামনে অনুপ্রেরণামূলক কথা বলছেন...
রুবেল মিয়া নাহিদ
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪ | ২৩:৪৭
সাইফুল ইসলাম। ইংরেজি শিক্ষার অগ্রগামী শিক্ষক এবং আলোচিত ইংলিশ থেরাপির প্রতিষ্ঠাতা। সাইফুল গত সাত বছরে ৩৫ হাজারেরও বেশি শিক্ষার্থীকে সেবা দিয়েছেন এবং সামাজিক মাধ্যমে ফ্রি শিক্ষামূলক কনটেন্টের মাধ্যমে আরও লক্ষাধিক মানুষের জীবনে ইংরেজি ভাষাকে সহজলভ্য করে তুলেছেন।
প্রকাশিত বই
কেবল ইংরেজি পড়িয়ে নয়; ইংরেজি ভাষা শিক্ষার ওপর তিনটি বই লিখেও আলোচনায় আসেন। তাঁর লিখিত বইগুলো হচ্ছে– ইংলিশ থেরাপি, ইংলিশ গ্রামার এবং ভোকাব থেরাপি। এসব গ্রন্থের জন্য রকমারি বেস্ট সেলার অ্যাওয়ার্ড ২০২২ ও ২০২৩ অর্জন করেন। এসব বই সারাদেশে বিক্রি হয়েছে হাজার হাজার কপি।
ইংলিশ থেরাপি
ব্যবহারিক, বন্ধুত্বপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষাপদ্ধতির মাধ্যমে ইংলিশ থেরাপি গ্রামাঞ্চলের তরুণদের ইংরেজি ভাষায় দক্ষ করে তোলার এক উদ্ভাবনী উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করেছে। সাইফুল ইসলাম বলেন,
‘ইংলিশ থেরাপি একটি মিশন নিয়ে কাজ করছে। সেটি হচ্ছে, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ব্যবহারিক এবং প্রায়োগিক ইংরেজি শিক্ষার সুযোগ তৈরি করা। তাছাড়া আমার প্রতিষ্ঠানের লক্ষ্য শুধু ইংরেজি শেখানো নয়, বরং একটি আর্থ-সামাজিক ক্ষমতায়নের হাতিয়ার হিসেবে ভাষাটিকে তুলে ধরা। ইংরেজি জ্ঞানের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থী যাতে আত্মবিশ্বাসের সঙ্গে জীবনে উন্নতি করতে পারে, সেই লক্ষ্যেই ইংলিশ থেরাপির প্রতিটি কোর্স তৈরির চেষ্টা করেছি। এ জন্যই একটি হ্যান্ডস-অন পদ্ধতি গ্রহণ করেছি, যা শিক্ষার্থীদের সরাসরি ভাষার ব্যবহারিক দিক শেখায়। এতে শিক্ষার্থীরা শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং ক্লাসে যা শেখে তা বাস্তব জীবনে প্রয়োগ করার সুযোগও পায়।
এই প্রক্রিয়ায় শিক্ষার্থীরা শুধু ভাষাটির ওপর দক্ষতা অর্জন করে না, বরং এক ধরনের আত্মবিশ্বাসও পায়, যা তাদের জীবনের অন্যান্য ক্ষেত্রেও কাজে লাগে।’
স্বাস্থ্য এবং ব্যায়ামের রুটিন
সাইফুল ইসলাম আরও বলেন, ‘শিক্ষার্থীদের মানসিকভাবে শক্তিশালী করার জন্য এবং তাদের মনোবল, আত্মবিশ্বাস এবং তাদের জীবনকে কীভাবে উন্নত করা যায় সে সম্পর্কে তাদের নির্দেশনা দেওয়ার জন্য আনন্দের সঙ্গে ইংলিশ থেরাপিতে ইংরেজি শেখানো হয়। এগুলো ছাড়াও, আমাদের কোর্সগুলো শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য এবং ব্যায়ামের রুটিন সরবরাহ করে।’
আগামীর স্বপ্ন
ইংলিশ থেরাপি ও সাইফুলের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে বলেন, ‘ইংলিশ থেরাপি থেকে একটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে চাই। যেখানে তরুণরা তাদের ক্যারিয়ার উন্নত করবে। অর্থাৎ গ্রাম থেকে শিক্ষার্থীরা এলেও এখান থেকে ইংরেজি শিখতে পারবে, বিভিন্ন বিষয়ে দক্ষ হতে পারবে। মানুষের সঙ্গে কথা বলার দক্ষতা, যোগাযোগের দক্ষতা, লেখার দক্ষতা তৈরির মাধ্যমে তরুণদের চাকরি জীবনে এবং ব্যবসায়িক জীবনে সহায়তা করতে চাই।’
শিক্ষার্থী এবং তরুণদের ইংরেজিভীতি দূর করার পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে এই ভাষার স্বাচ্ছন্দ্য নিয়ে আসাই লক্ষ্য সাইফুলের।u
- বিষয় :
- ইংরেজি ভাষা শিক্ষা