গণিতে আয়্যানের কাতার জয়

পদকজয়ী আয়্যান জামান ছবি : অনলাইন
সাফায়াত শাকির
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪ | ২৩:১৪
গল্পটা আয়্যান জামানের। গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির এই শিক্ষার্থী সম্প্রতি কাতারে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর আয়োজনে সম্মানজনক রৌপ্যপদক জয় করেছে। শুধু তাই নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ২৭টি দলের মধ্যে সেরা নির্বাচিত হয়েছে আয়্যানের দল ‘দ্য রয়্যাল সিক্স অব বেঙ্গল!’
ছোটবেলা থেকেই সংখ্যা আর সূত্রের অসীম জগৎ নিয়ে পড়ে থাকতে ভালোবাসে আয়্যান। গণিতের প্রতি আয়্যানের এই নিখাদ ভালোবাসাকে সবসময়ই প্রশ্রয় দিয়েছেন তার মা-বাবা, শিক্ষক আর কাছের বন্ধুরা। এমনই একজন শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে গণিতের এই বিশ্ব-আসরটি সম্পর্কে প্রথম জানতে পারে আয়্যান। কৌতূহল জাগায় ইন্টারনেট ঘাঁটাঘাঁটি শুরু করে সে। জানতে পারে, বাংলার ম্যাথ নামক একটি সংগঠন দেশেই ‘বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ’ আয়োজন করে, যেখানে নিজ দক্ষতার পরিচয় দিয়ে আয়্যান জিতে নেয় দোহার টিকিট। জাতীয় দলের অংশ হয়ে ওয়ার্ল্ড ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ যোগদান আয়্যানের জন্য শুরু থেকেই এক অনন্য অভিজ্ঞতা ছিল। আয়্যান বলে, ‘দেশ-বিদেশের ৭শরও বেশি প্রতিযোগীর সঙ্গে মিশে, তাদের কথা শুনে, আমি বুঝতে পেরেছিলাম– আমাদের সংস্কৃতি ভিন্ন হতে পারে, কিন্তু গণিত আমাদের সবার এক ও অভিন্ন ভাষা। গণিতের প্রতি ভালোবাসাই আমাদের একসঙ্গে, একমঞ্চে নিয়ে এসেছে।’
ব্যক্তিগত দক্ষতার পাশাপাশি দলগত কাজের উদ্যম আর নেতৃত্বের গুণ আয়্যানের সাফল্যের সূত্র হয়ে দাঁড়ায়। ইন্ডিভিজুয়াল রাউন্ড, রিলে রাউন্ড ও টিম রাউন্ড মিলে মোট ৩টি তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ধাপ পার করে চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছায় আয়্যান ও তার দল। প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণ করায় নিজের প্রত্যাশা সীমিতই রেখেছিল আয়্যান। তাই পুরস্কার বিতরণের মঞ্চে নিজের ও দলের নাম উচ্চারিত হতে শুনে বিস্ময়ে হতবাক হয়ে পড়ে সে। দ্বিতীয় সেরা বিজয়ী আয়্যানের গলায় বিচারকরা পরিয়ে দেন রুপার মেডেল। দ্য রয়্যাল সিক্স অব বেঙ্গলের হাতে ওঠে চ্যাম্পিয়নশিপের সেরা দলের পুরস্কার। চলতি বছরই প্রথমবারের মতো ওয়ার্ল্ড ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ থেকে কোনো দল অংশ নিয়েছে। তাই আয়্যানের বিশ্বাস, তাদের এই অর্জন আগামীতে বাংলাদেশের গণিতপ্রেমী তরুণদের আরও অনুপ্রাণিত করে তুলবে। আয়্যান বলে, ‘আশা করি, সামনে দেশের আরও অনেক শিক্ষার্থী এ ধরনের বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করতে এগিয়ে আসবে। এ আয়োজনগুলো আমাদের জন্য বিশ্বদরবারে বাংলাদেশের পতাকা আরও উঁচুতে তুলে ধরার সেরা সুযোগ।’ u
- বিষয় :
- গণিত অলিম্পিয়াড