ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সংশপ্তক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

সংশপ্তক  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ফাইল ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫ | ০১:০৭

যুদ্ধে নিশ্চিত পরাজয় জেনেও লড়ে যাওয়া অকুতোভয় বীর সংশপ্তক। 
দেশের জন্য প্রাণ উৎসর্গ করতে সদাজাগ্রত মুক্তিযোদ্ধা ও গ্রামবাংলার আপামর জনতার স্বাধীনচেতা, অকুতোভয় মানসিকতার সাহসী প্রতিবিম্ব এই সংশপ্তক। ভাস্কর্যটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এই ভাস্কর্য স্বাধীনতার মহান স্মৃতি আর গৌরবের মহিমায় মহিমান্বিত। ১৯৯০ সালের ২৬ মার্চ নির্মিত হয়েছিল স্মারক ভাস্কর্য সংশপ্তক। এ ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে যুদ্ধে শত্রুর আঘাতে এক হাত, এক পা হারিয়েও রাইফেল হাতে লড়ে যাওয়া দেশমাতৃকার বীর সন্তান। ১৯৯০ সালে নির্মিত ভাস্কর্যটির ভাস্কর হামিদুজ্জামান খান। কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক পায়ে দাঁড়িয়ে আছে ভাস্কর্যটি। 

আরও পড়ুন

×