ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আদর্শ-রকমারির গল্প প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ী ঘোষণা

আদর্শ-রকমারির গল্প প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ী ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০ | ০৮:৩৮ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ | ০৯:২১

নবীন লেখকদের নিয়ে প্রকাশনা প্রতিষ্ঠান 'আদর্শ' এবং অনলাইন বুকশপ 'রকমারি ডটকম' আয়োজিত গল্প প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার বিজয় দিবসের দিন এ নাম ঘোষণা করা হয়।

প্রতিযোগিতার সেরা তিন বিজয়ী হলেন- নাফিস ফুয়াদ, সাব্বির জাদিদ ও শরীফা সুলতানা। তাদের পুরস্কার হিসেবে দেওয়া হবে বই। এছাড়া প্রতিযোগিতার নির্বাচিত ৩০ গল্পকারের গল্প নিয়ে আগামী অমর একুশে গ্রন্থমেলায় একটি গল্প সংকলন প্রকাশ করবে 'আদর্শ'।

এ প্রতিযোগিতায় বিচারক ছিলেন- কথাসাহিত্যিক মাহবুব মোর্শেদ, আশীফ এন্তাজ রবি, সাদাত হোসাইন এবং বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।

এর আগে প্রতিযোগিতার ঘোষণা দেওয়ার পর মাত্র এক মাসে প্রায় আঠারশ' গল্প জমা পড়ে। বিপুল সংখ্যক গল্প জমা পড়ায় উচ্ছ্বাস প্রকাশ করে 'আদর্শ'র সম্পাদক কবি রওশন আরা মুক্তা বলেন, 'এত গল্প জমা পড়বে ভাবিনি।'

আরও পড়ুন

×