ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

একান্নবর্তী-রণজিৎ বিশ্বাস স্মৃতি সম্মাননা পেলেন ৪ গুণীজন

একান্নবর্তী-রণজিৎ বিশ্বাস স্মৃতি সম্মাননা পেলেন ৪ গুণীজন

অতিথিদের সঙ্গে সম্মানতাপ্রাপ্ত গুণীজনেরা। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৫ | ১০:২০ | আপডেট: ১৮ মে ২০২৫ | ১০:২৬

শিল্প-সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘একান্নবর্তী-রণজিৎ বিশ্বাস স্মৃতি সম্মাননা ২০২৫’ পেয়েছেন চার গুণীজন। 

শনিবার বিকেল সাড়ে পাঁচটায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে সম্মাননা প্রাপ্তদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

সম্মাননাপ্রাপ্তরা হলেন- কবি, গীতিকার ও প্রাবন্ধিক মতেন্দ্র মানখিন, কথাসাহিত্যিক হাসান অরিন্দম, চলচ্চিত্র পরিচালক অপরাজিতা সঙ্গীতা এবং শিশুসাহিত্যিক (মরণোত্তর) রাইদাহ গালিবা কুইন।

সাহিত্যের ছোট কাগজ একান্নবর্তীর সম্পাদক শেলী সেনগুপ্তার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় এবং বাংলা একাডেমি পুরস্কাপ্রাপ্ত কথাসাহিত্যিক রফিকুর রশীদ।

অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত গুণীজনরা অনুভূতি প্রকাশ করেন। এ উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীলসহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রবীর পাল।

প্রয়াত সাবেক জ্যেষ্ঠ সচিব কবি ও লেখক রণজিৎ কুমার বিশ্বাসকে নিয়ে স্মৃতিচারণ করে বক্তারা বলেন, রণজিৎ বিশ্বাস ছিলেন বহু গুণে গুণান্বিত ব্যক্তি। তিনি ভীষণ আন্তরিক ও রুচিমান মানুষ ছিলেন। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে নিয়মিত লেখালেখি করতেন। ক্রিকেট নিয়ে তার লেখা ছিল বেশ জনপ্রিয়। তার কয়েকটি বইও প্রকাশিত হয়েছে। ‘কুড়িয়ে পাওয়া সংলাপ’, ‘মানুষ ও মুক্তিযুদ্ধের সংলাপ’, ‘শুদ্ধ বলা শুদ্ধ লেখা’, ‘হৃদয়ের ক্ষরণকথা’ রণজিৎ বিশ্বাসের উল্লেখযোগ্য গ্রন্থ।

আরও পড়ুন

×