মুনীর চৌধুরী নাট্যোৎসবে ফরিদপুর শিল্পকলা একাডেমির ‘দ্য ডার্ক ক্রিস্টাল’

শনিবার রাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘দ্য ডার্ক ক্রিস্টাল’ নাটকের সফল মঞ্চায়ন হয়- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ২১:৪১ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ২১:৪১
মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসবে মঞ্চস্থ হয়েছে ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির নাটক ‘দ্য ডার্ক ক্রিস্টাল’। শনিবার রাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই নাটকের সফল মঞ্চায়ন হয়। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ইরা আহমেদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফরিদপুর জেলা কালচারাল অফিসার মোহাম্মদ সাইফুল হাসান মিলন।
দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালা হতে আটটি বিভাগের নির্বাচিত ১৬টি নাটক নিয়ে এই নাট্যোৎসব ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই নাট্য প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।
নাটক মঞ্চায়ন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক আবুল কালাম আজাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত আশরাফুল ফাহিম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ. এফ. এম. নুরুর রহমান প্রমুখ।
এর আগে, গত শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আট দিনব্যাপী এই নাট্যোৎসবের উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাঈমা সুলতানার মা আইনুন নাহার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন।
শিল্পকলা একাডেমি প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন শহীদ মুনীর চৌধুরীর ছোট ছেলে আসিফ মুনীর, শিল্পকলা একাডেমি প্রশিক্ষণ বিভাগের কোর্স কো-অর্ডিনেটর বেগম কামরুন নাহার প্রমুখ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগ এর আয়োজন করে।