'জলেরগল্প: স্টোরিজ অব ওয়াটার' বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯ | ০৯:১৪
জলের সংকট, নদীভাঙন ও দূষণ, আর্সেনিক, লবণাক্ততা, বন্যা আর জলের নানা দিক নিয়ে পঁচিশ গল্পকারের দ্বি-ভাষিক গল্পসংকলন 'জলেরগল্প: স্টোরিজ অব ওয়াটার'-এর প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। রোববার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ। সভাপতিত্ব করেন ডরপের সিইইউ এ এইচ এম নোমান। নূর কামরুন্নাহার সম্পাদিত বইটি প্রকাশ করেছে উন্নয়ন সংস্থা ডরপ ও অঙ্কুর প্রকাশনী।
অনুষ্ঠানে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, জলের সমস্যা রাজনৈতিক সমস্যা। বলা হচ্ছে, যদি আবার বিশ্বযুদ্ধ হয় তাহলে জলের জন্যই হবে। বর্তমানে দেশে বিভিন্ন নদী শুকিয়ে যাচ্ছে। কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, জলের সঙ্গে জীবন সম্পর্কিত। মাঠপর্যায়ে দেখেছি জলের জন্য কী যুদ্ধ!
বিশেষ অতিথি কবি নূরুল হুদা বলেন, অনুবাদ হওয়া প্রয়োজন, তবে অনুবাদের ব্যাপারে আরো সর্তক হতে হবে। সম্পাদক নূর কামরুন্নাহার আশা প্রকাশ করেন বইটি পাঠকপ্রিয় হবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কথাসাহিত্যিক ঝর্ণা রহমান, প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের দেশীয় প্রতিনিধি হাসিন জাহান, কথাসাহিত্যিক রোকেয়া ইসলাম প্রমুখ।
- বিষয় :
- প্রকাশনা অনুষ্ঠান
- শিল্পমঞ্চ