ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

'উজ্জ্বল পঞ্চাশে মুস্তাফিজ শফি' তথ্যচিত্রের ইউটিউব প্রিমিয়ার

'উজ্জ্বল পঞ্চাশে মুস্তাফিজ শফি' তথ্যচিত্রের ইউটিউব প্রিমিয়ার

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২১ | ০৮:৩১

গত ২০ জানুয়ারি উদযাপিত হয়েছে সাংবাদিক ও লেখক মুস্তাফিজ শফির ৫০তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ওই দিনই বিশিষ্টজনের উপস্থিতিতে রাজধানীর ঢাকা ক্লাবে প্রদর্শিত হয়েছে ‌'উজ্জ্বল পঞ্চাশে মুস্তাফিজ শফি' শীর্ষক একটি তথ্যচিত্র। 

এতে সংক্ষেপে তুলে ধরা হয়েছে সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফির শৈশব থেকে শুরু করে পুরো সাংবাদিকতা ও লেখালেখির জীবনকেই। তথ্যচিত্রটি নির্মাণ করেছেন কথাশিল্পী সেলিনা হোসেন ও কবি আলফ্রেড খোকনের নেতৃত্বে গঠিত 'মুস্তাফিজ শফির ৫০ বছর উদযাপন পর্ষদ'। 

অবশেষে গত বুধবার ইউটিউবে প্রিমিয়ার হলো সেই তথ্যচিত্রটির। আর এর মধ্য দিয়ে চালু হলো মুস্তাফিজ শফির ব্যক্তিগত ইউটিউব চ্যানেলেরও। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নিজে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তার বন্ধু, শুভার্থী এবং ফলোয়ারদের প্রতি আহ্বান জানিয়েছেন। ইউটিউবে তথ্যচিত্রটি দেখতে ক্লিক করুন- https://www.youtube.com/watch?v=YaxWRWWMay4



আরও পড়ুন

×