ফ্যাশন
ছেলেদের ঈদ পোশাক

মডেল: সাব্বির খাঁন; পোশাক: টুয়েলভ, ছবি: কাব্য
নাদের হোসেন ভূঁইয়া
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪ | ০৫:২৩ | আপডেট: ০৩ এপ্রিল ২০২৪ | ১২:৪৬
ঈদের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত ছেলেরা পাঞ্জাবি পরলেও দুপুরের পর ক্যাজুয়াল শার্ট, পোলো শার্ট, টি-শার্ট বেছে নেন। আরাম ও স্টাইলের কথা মাথায় রেখে সেসব ফ্যাশনেবল ও ট্রেন্ডি নকশার পোশাক পরেন। ফ্যাশন হাউস, বিভিন্ন দেশি ব্র্যান্ড ও মার্কেটগুলোয় ছেলেদের নানা প্যাটার্নের ঈদের পোশাক পাওয়া যাচ্ছে। এবার যেহেতু ঈদ গরমে পড়েছে, গরম উপযোগী ফেব্রিকই বেছে নেওয়া হয়েছে। বিভিন্ন শোরুম ঘুরে দেখা গেছে, সুতি ও লিনেন কাপড়ের শার্ট বা টি-শার্ট এবার বেশি চলছে। ক্রেতারাও গরমের কথা ভেবেই বেছে নিচ্ছেন এমন কাপড়। রঙের ক্ষেত্রে গোলাপি, নীল, সাদা, লেবু, হলুদ, কমলা, ছাই বা সবুজ রং বিশেষ প্রাধান্য পাচ্ছে। তবে সুতির একরঙা শার্ট ছাড়াও বেছে নিতে পারেন সুতি ও অন্য সুতার মিশ্রণে তৈরি শার্ট। এতে ভাঁজ পড়লেও নজরে আসার সম্ভাবনা অনেক কম থাকে। শার্টের রং যেমন হোক না কেন, এখন শার্টের বোতামে বেশ নন্দন দেখা যায়। এখন আর আগের মতো সাদা বোতাম চোখে পড়ে না।
আড়ংয়ের বিভিন্ন আউটলেট ঘুরে দেখা যায়, গোল গলার টি-শার্ট আর কলারসহ পোলো শার্ট ঈদ সংগ্রহে জায়গা পেয়েছে। টি-শার্ট আর শার্টের নকশা ও কাটের নতুনত্ব চোখে পড়ছে বেশ। মূলত তরুণদের জন্য এবারের ঈদ সামনে রেখে ক্যাজুয়াল শার্টে আনা হয়েছে ভিন্নতা। কাট, কাপড়, রং ও সেলাইয়ে প্রায় প্রতিটা ক্ষেত্রে রয়েছে নতুনত্ব। ব্যবহার করা হয়েছে সংমিশ্রিত সুতা। কলারে করা হয়েছে হ্যান্ড নিডলের কাজ। কার্ফ ও শার্টের প্লেট, বাটনের সাইজ ও কালারে আনা হয়েছে পরিবর্তন। তবে ঈদকে মাথায় রেখে বডি ফিটিং ক্যাজুয়াল শার্টকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সাধারণত চেক বা স্ট্রাইপের পাশাপাশি এবার প্রিন্টের শার্টের চল বেড়েছে। আবহাওয়ার গরম হওয়ার কারণে কিছুটা হালকা রংই প্রাধান্য দেওয়া হয়েছে পোশাকগুলোয়।
এবার ঈদে শুধু কিশোরদেরই নয়, বড়দের আরামদায়ক পোশাক হিসেবে টি-শার্ট, পোলো শার্ট, শার্ট রয়েছে। পার্থক্য লক্ষ্য করা যায় পোলো ও গোল কাট টি-শার্টে। একসময় ভি কাটের চাহিদা থাকলেও এখন তা অনেকটাই কম। তবে টি-শার্টেও রং ও ফেব্রিকের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে কাটছাঁট। ফ্যাশন হাউসগুলো তাই ঈদে বেশ গুরুত্ব দিয়েই করেছে তরুণদের টি-শার্ট।
‘ইজি’-এর বিভিন্ন শোরুম ঘুরে দেখা যায় পোশাকে নতুনত্বের ছোঁয়া। ঈদ উপলক্ষে ইজি এরই মধ্যে অসংখ্য নতুন ডিজাইনের কালারফুল সব ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট, পোলা-শার্ট, শর্ট ও লং পাঞ্জাবি, প্যান্ট, পাঞ্জাবি, কটি, কাবলি পাঞ্জাবি নিয়ে হাজির হয়েছে। আর্টেও রয়েছে বাহারি ধরনের পোশাক।
‘আর্ট’-এর ফ্যাশন ডিজাইনার হোসাইন ইমন জানান, বর্তমানে সাধারণত দুই ধরনের অর্থাৎ ফুল ও হাফ হাতার মধ্যে বর্তমানে ফুল হাতার শার্টের চাহিদা অনেক বেশি। তবে হাফ হাতার মধ্যে কিউবান কলার শার্টের চাহিদা লক্ষ্য করা যায়। তরুণ প্রজন্মের ক্যাজুয়াল শার্টের মধ্যে স্ট্রাইপ, প্রিন্ট শার্টের চাহিদা রয়েছে। শার্টের ক্ষেত্রে আরামদায়ক কাপড় কটন, লিনেন কাপড় বেশি প্রাধান্য পাচ্ছে। আর পোলো শার্টে সলিড এবং ইঞ্জিনিয়ারিং স্ট্রাইপ বেশি জনপ্রিয়।
পোশাক ব্র্যান্ড টুয়েলভের ডিজাইনার সুমন সূত্রধর বলেন, ঈদ উপলক্ষে প্রিন্টেড শার্টের বুটিকের কাজ করা হাফ হাতা ক্যাজুয়াল শার্টের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। ফুল হাতা শার্টের কার্ফ কলার, ব্যান্ড, সামনের বোতামে আনা হয়েছে বৈচিত্র্য। ঈদ গরমের মধ্যে হওয়ায় পোশাক তৈরিতে ব্যবহার করা হয়েছে সুতি কাপড়।
যেখানে পাবেন: ক্যাটস আই, জেন্টল পার্ক, মেনজ ক্লাব, ওটু, ফ্রিল্যান্ড, ইয়েলো, টেক্সমার্ট, ইজি, রিচম্যান, লা রিভ, দেশী দশ, আড়ং, টুয়েলভ ক্লদিং, আর্ট, এলিটসহ বিভিন্ন শোরুমে পেয়ে যাবেন পছন্দের পোশাক। এ ছাড়া যে কোনো শপিংমলে যেমন বসুন্ধরা সিটি, মৌচাক মার্কেট, টোকিও স্কয়ার। শ্যামলী স্কয়ার, সীমান্ত স্কয়ার, যমুনা ফিউচার পার্কের যে কোনো পোশাকের ব্র্যান্ড থেকে কিনতে পারবেন শার্ট, টি-শার্ট কিংবা পোলো শার্ট। বিভিন্ন ব্র্যান্ডের অনলাইন থেকে অর্ডার করেও বাসায় বসে পোশাক কেনা যাবে। চাইলে ঈদ উপহারও অনলাইন অর্ডারের মাধ্যমে ঢাকার বাইরে থাকা প্রিয়জনদের পাঠিয়ে দিতে পারেন।
দরদাম: টি-শার্ট মার্কেট ও ব্র্যান্ড ভেদে ২৮০ থেকে ১ হাজার টাকায়, পোলো শার্ট ৩৫০ থেকে ২ হাজার টাকায়, ক্যাজুয়াল শার্ট ৬০০ থেকে ৫ হাজার টাকায় কেনা যাবে।
মডেল: সাব্বির খাঁন; পোশাক: টুয়েলভ
ছবি: কাব্য