ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

লা রিভে অফিস-টু-পার্টি পোশাকের সংগ্রহ 

লা রিভে অফিস-টু-পার্টি পোশাকের সংগ্রহ 

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৪ | ১০:১৯

লা রিভে অফিস-টু-পার্টি পোশাকের সংগ্রহ 
প্রতিদিনের অফিস শেষে পার্টি বা বন্ধুদের আড্ডার আমেজ অনুযায়ী সাজ-পোশাক বদলের সময় মেলানো কঠিন। চাই এমন একটি পোশাক, যা অফিসের গাম্ভীর্য ধরে রাখবে, কিন্তু যেকোনো ক্যাজুয়াল পার্টির জন্যেও মানিয়ে যাবে। এমনই পরিস্থিতি সামাল দিতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ নতুন ডিজাইনে সাজিয়ে লঞ্চ করেছে তার নাইন-টু-নাইন বা অফিস-টু-পার্টিওয়্যারের বিশেষ কালেকশন। নারী ও পুরুষের জন্য ডিজাইন করা এই কালেকশনে থাকছে অফ হোয়াইট, প্যাস্টেল ও সি গ্রিন, গোলাপি, সাদা, হলুদ, কমলা, কালো ও নীলের নিউট্রাল এবং ডিপ শেডের কম্বিনেশন। ফেব্রিক হিসেবে ব্লেন্ডেড ও প্রিমিয়াম কোয়ালিটির মার্সেরাইজড্ কটন, জর্জেট, ক্রেপ, ভিসকোস-ব্লেন্ড, প্রিমিয়াম ফেইলির মতো অ্যান্টি-রিঙ্কেল কাপড়কে প্রাধান্য দেওয়া হয়েছে। এতে করে এ পোশাকগুলি অফিসের ব্যস্ততার পরেও কুঁচকে যাবে না। মিনিমাল প্রিন্ট ও রুচিশীল কারুকাজে বিশেষ নজর রেখেছে লা রিভ। নাইন টু নাইনের এই কালেকশনে পাওয়া যাবে নারীর টপস, শার্ট, মিড-লেংথ টিউনিক,  কামিজ, সালোয়ার-কামিজসহ ম্যাচিং পালাজ্জো ও প্যান্টস-এর স্টাইল। পুরুষের জন্য থাকছে ফরমাল ও বিজনেস ক্যাজুয়াল শার্ট, পোলো ও টিশার্ট, জিন্স ও চিনোস প্যান্টস। পোশাক ছাড়াও ম্যাচিং ব্যাগ, স্যান্ডেলস, লোফার, লেদার বেল্ট, ওয়ালেট ও ইউনিসেক্স ল্যাপটপ ব্যাগের আয়োজনও রাখা হয়েছে। v

সিআইপি সম্মাননা পেলেন ‘স্নোটেক্স’ 
গ্রুপের প্রতিষ্ঠাতা খালেদ
টানা দ্বিতীয়বার বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) সম্মাননা পেলেন ‘স্নোটেক্স’ গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ। বৃহস্পতিবার (৯ মে) বিকেলে রাজধানীর হোটেল র‍্যাডিসন ব্লু’তে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত সিআইপি (রপ্তানি) ও সিআইপি (ট্রেড)-২০২২ কার্ড প্রদান অনুষ্ঠানে সম্মাননা স্মারক এবং সিআইপি কার্ড দেওয়া হয়। এস এম খালেদের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন স্নোটেক্স গ্রুপের পরিচালক সৌমিত্র ঘোষ পার্থ।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ। v


কে ক্র্যাফটে 
গরমের শার্ট 
গরমে ফ্যাশনের কথা মাথায় রেখে কে ক্র্যাফট নিয়ে এসেছে কমফোর্টেবল ক্যাজুয়াল শার্টের বৈচিত্র্যময় আয়োজন; যা তরুণদের তো বটেই, যে কোনো বয়সী পুরুষকে দিনভর স্বাচ্ছন্দ্যে থাকতে সাহায্য করবে। কে ক্র্যাফটের নতুন কালেকশনের ক্যাজুয়াল শার্ট দেবে ক্যাজুয়ালি ক্ল্যাসি লুক। গরমের বিষয়টি মাথায় রেখে প্রিমিয়াম কটন, জ্যাকার্ড কটন, টু-টোন, ভয়েলের মতো আরামদায়ক কাপড়ে তৈরি শার্টগুলোকে বেশ দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করা হয়েছে। রঙের ক্ষেত্রে উজ্জ্বল রঙের পাশাপাশি লাইট শেডের মধ্যে শার্টগুলোতে আছে ভিন্নতা। ডিজাইনিংয়ে মানানসই ফ্লোরাল, ট্রপিক্যাল, ট্রাইবাল, টেরাকোটা, মান্ডালা ছাড়াও অন্যান্য প্রিন্টের ব্যবহার হয়েছে, যা সংগ্রহে রাখার মতো। ডেনিম জিন্স, ফরমাল প্যান্ট অথবা চিনোসের সঙ্গে ভালো মানিয়ে যাবে। ক্যাজুয়াল এ শার্টগুলো কে ক্র্যাফটের সব শো-রুম ছাড়াও অনলাইন শপ থেকে অর্ডার করা যাবে। v

আরও পড়ুন

×