বস্তিবাসীর পাশে

এডাস্ট প্রাঙ্গণে বস্তিবাসীর হাতে খাদ্যসামগ্রী তুলে দেন অতিথি ও সুহৃদরা
নুসরাত জাহান শুচি
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪ | ২২:১৯
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এডাস্ট) সুহৃদ সমাবেশের আয়োজনে বস্তিবাসীর মধ্যে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য গোলাম সারোয়ার কবির, রেজিস্ট্রার আব্দুল কাইয়ুম সরদার, ডিন শাহরুখ আদনান খানসহ সমকাল সুহৃদ সমাবেশ এডাস্টের উপদেষ্টা, সদস্য ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এ সময় দরিদ্র পরিবারের সদস্যদের হাতে টাকা ও খাদ্যসামগ্রী তুলে দেন অতিথি ও সুহৃদরা।
গোলাম সারোয়ার কবির বলেন, আর্তমানবতার সেবায়, দরিদ্রদের পাশে সহযোগিতার হাত সম্প্রসারণে এবং সবার মুখে হাসি সঞ্চার করতে এডাস্ট পরিবার সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি সবসময় শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মানবিক ও সহ-শিক্ষাক্রম কার্যক্রমে উদ্বুদ্ধ করে থাকে। এরই অংশ হিসেবে সুহৃদ সমাবেশের সদস্যরা এ উদ্যোগ নিয়েছে। অল্প হলেও তাদের এ প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই।
উপদেষ্টা ও সুহৃদ এডাস্টের প্রধান সমন্বয়কারী সিএসই বিভাগের চেয়ারম্যান শারমিন আক্তার বলেন, দেশপ্রেম, মানবতা এবং সহমর্মিতার দীক্ষা নিয়েই সুহৃদ সমাবেশ কাজ করছে। এরই ধারাবাহিকতায় এডাস্ট সুহৃদ এগিয়ে চলছে। খাদ্যসামগ্রী পেয়ে পরিবারের সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংক্ষিপ্ত সাংগঠনিক আলোচনা ও পরবর্তী কার্যক্রমের ঘোষণার মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।
উপদেষ্টা সুহৃদ সমাবেশ, এডাস্ট
- বিষয় :
- বস্তি