রিমঝিম বৃষ্টির সুর

ফাইল ছবি
শামীম খান যুবরাজ
প্রকাশ: ০১ জুলাই ২০২৫ | ০০:৩৯
রিমঝিম বৃষ্টির মিষ্টিমাখা সুর শুনতে কার না ভালো লাগে। টিনের চালে ঝাপুরঝুপুর, গাছের ডালে টাপুরটুপুর, পুকুর-জলে রিনিঝিনি বৃষ্টির ছন্দে উদাস হয় মন। গ্রীষ্মের তাপদাহ শেষে বর্ষা আসে প্রশান্তি নিয়ে। বর্ষার আকাশে ভেসে বেড়ায় কালো কালো মেঘ। তীব্র বেগে ছুটে চলা এসব মেঘকে বলা হয় নিমবাস। নিমবাস বৃষ্টি ঝরায় হাটে-মাঠে-নদী ও পাহাড়ে। প্রাণ ফিরে পায় প্রকৃতি। হেসে ওঠে সবুজরঙা গাছপালা, ডেকে ওঠে কোলাব্যাঙ, পুকুর-জলে টুপটুপ ডুব দিয়ে আনন্দে খেলা করে হাঁসের ছানা। মাছেরা ছুটে বেড়ায় বৃষ্টির নতুন পানিতে। লাঙল কাঁধে চাষিভাই পা বাড়ান ক্ষেতের দিকে। বৃষ্টির ছোঁয়ায় শক্ত মাটি নরম হয়ে যায়। মাটির বুক চিরে হাল চলে কর্মযজ্ঞ। আউশের চারা বুক বাঁধে নতুন পল্লবের আশায়। এদিকে জেলেরা জাল ফেলেন নদীতে। জাল ভরে উঠে আসে রুপালি মাছ।
পুকুর পাড়ে কদমের পাতাগুলো যেমন, ফুলগুলো তেমনি আকর্ষণীয় ও সুন্দর। ঝুম বৃষ্টিতে একসময় ক্ষেত-পাথার ডুবে যায়। যেন সমুদ্র জেগেছে গ্রামজুড়ে। দুষ্টু ছেলেরা কলাগাছ কেটে ভেলা বানায়, ঝাঁপ দেয় পানিতে। বড়দের শাসানি পেয়ে বাড়ি ফেরে অবশেষে।
ঘরের দাওয়ায় বসে বৃষ্টির ঝরে পড়ার দিনগুলো আজও মনে পড়ে। দাদির গল্পের আসর, মায়ের হাতের জাদুতে হেসে ওঠা নকশিকাঁথা, বিকেলে গরম চায়ের ভাপের সঙ্গে চাল ভাজা ও মুড়ি-মুড়কির দিনগুলো ছিল অসাধারণ। গ্রামের মতো শহরে বর্ষার সৌন্দর্য তেমন ফুটে ওঠে না। তবুও ইট-পাথরে ঘেরা শহুরে লোকজনও বর্ষার সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত হয়ে পড়ে। ঝুম বৃষ্টিতে কেউ কেউ গাড়ি নিয়ে বের হয়ে যায় বর্ষার পরশ পেতে। কেউ ছাদে উঠে বৃষ্টির ছোঁয়া নিয়ে জুড়িয়ে নেয় দেহ-মন। শহরে থাকা দিনমজুরদের কষ্টের সীমা থাকে না বৃষ্টিতে। কাজ-কর্ম বন্ধ হয়ে যায়। দুর্ভোগ বেড়ে যায় বস্তিতে থাকা মানুষের। কর্মজীবীরা বৃষ্টি উপেক্ষা করে ছুটে যান কর্মস্থলে।
বর্ষায় ধুয়ে যায় শহরের ময়লা-আবর্জনা। ধুয়ে যায় জীবনের শত ক্লান্তি। প্রশান্তিতে ভরে ওঠে মন। বাড়ির ছাদ ও ব্যালকনিতে লাগানো গাছে ফুটে থাকে রং-বেরঙের ফুল। ঝিমিয়ে পড়া গাছের পাতাগুলো সতেজ হয়। শোনা যায় না বৃষ্টির মিষ্টিমাখা সেই সুর। বৃষ্টির মিষ্টি সুরে রচিত হয় কবিতা, গান ও গল্প। কবিদের ভাবনায় বর্ষা এক অনিন্দ্য-সুন্দর সৃষ্টি। বর্ষা বদলে দেয় প্রকৃতির রূপ। বর্ষা মানে অনাবিল আনন্দ। বর্ষা আমাদের প্রাণের ঋতু। আনন্দের ঋতু। v
সুহৃদ, চট্টগ্রাম
- বিষয় :
- বৃষ্টির পানি