ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

নব উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়

নব উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়

১০৫ নং সরকারি লতিফ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পটুয়াখালীর সুহৃদরা

হাবিবুর রহমান হাছিব 

প্রকাশ: ০১ জুলাই ২০২৫ | ০০:৩৮

পটুয়াখালী জেলা সুহৃদ সমাবেশের নবাগত কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন বিকেলে স্থানীয় লতিফ মিউনিসিপ্যাল সেমিনারিতে সংগঠনের সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন সমকালের জেলা প্রতিনিধি ও জেলা সুহৃদ সমন্বয়ক মুফতী সালাহউদ্দিন। সভায় সুহৃদরা নব উদ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন– উপদেষ্টা গাজী হানিফ, সৈয়দ আব্দুল ওয়াদুদ, জ্যোৎস্না কর্মকার ও সোনিয়া কর্মকার, সিনিয়র সহসভাপতি পলাশ চন্দ্র হাওলাদার, সাইয়ারা আফিয়া ঝুমুর, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবা হক মেবিন, নবাগত সাধারণ সম্পাদক ফারহানা ইয়াছমিন ছন্দা, যুগ্ম সাধারণ সম্পাদক ঐশী রায়, জিয়াউর রহমান ও কাজী রফিকুল ইসলাম রাহাত, পটুয়াখালী সরকারি কলেজ শাখার সভাপতি মো. নাজমুল খান, সাধারণ সম্পাদক মোসা. হাওলাদার অনু, জেলার সাহিত্যবিষয়ক সম্পাদক সুমন হোসেন, পটুয়াখালী সরকারি মহিলা কলেজ শাখার সিনিয়র সহসভাপতি রাবিনা আক্তার আরমিন, দপ্তর দম্পাদক মোহাম্মদ রাকিব, নারীবিষয়ক সম্পাদিকা নুর সাঈদা আক্তার মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আল-কাইয়ুম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান হাছিব, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. রাহাতুল্লাহ রাহাত প্রমুখ।  
পরিচিতি পর্ব শেষে নতুন কার্যক্রমের পরিকল্পনা এবং পরবর্তী সভার তারিখ ঘোষণা করা হয়। v
সুহৃদ, পটুয়াখালী  

আরও পড়ুন

×