ঈশ্বরদীতে মাসব্যাপী বৃক্ষরোপণ শুরু

ঈশ্বরদীর পূর্বটেংরি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণের মধ্য দিয়ে উদ্বোধন হয় কর্মসূচির
সেলিম সরদার
প্রকাশ: ১৬ জুলাই ২০২৪ | ০৯:০৩
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে এবং পরিবেশ বাঁচাতে শিক্ষার্থীদের হাতে হাতে উপহার হিসেবে গাছের চারা তুলে দিয়ে পাবনার ঈশ্বরদীতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদীর আয়োজনে ‘সবুজ পৃথিবী’র সহযোগিতায় কর্মসূচি গ্রহণ করেছেন সুহৃদরা। শহরের পূর্বটেংরি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে একটি ঔষধি গাছ লাগিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ। স্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার। গাছ লাগানোর উপকারিতা ও বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন পূর্বটেংরি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমসেদ আলী, সবুজ পৃথিবী ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক দুর্জয় ইসলাম লিমন মণ্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান চৌধুরী, সবুজ পৃথিবীর যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, সদস্য আনোয়ার হোসেন খান আল আমিন, সানি হোসেন পলাশ, মনিরুল ইসলাম প্রমুখ। বৃক্ষরোপণ শেষে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়। v
nসমন্বয়ক সুহৃদ সমাবেশ, ঈশ্বরদী (পাবনা)
- বিষয় :
- বৃক্ষরোপণ