ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সুহৃদ সমাবেশের নতুন কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সুহৃদ সমাবেশের নতুন কমিটি

কমিটি গঠন শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সুহৃদদের একাংশ

জবি প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৫ | ১৭:৫৯

সমকাল সুহৃদ সমাবেশের কার্যক্রমকে আরও বেগবান করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। ৪৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুর রাকিবকে সভাপতি ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সাফা খাতুন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

বুধবার সুহৃদ সমাবেশের বার্ষিক সাধারণ সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও সমকাল জবি প্রতিনিধি ইমরান হুসাইন নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন। কমিটি গঠনের ফলে পুরোনো ও নতুন সুহৃদ সদস্যরা একত্র হন এবং সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠনের বিষয়ে একমত পোষণ করেন।

এ সময় নবনির্বাচিত সভাপতি রাকিব বলেন, ‘আমরা নানাভাবে এগিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের মৌলিকত্ব হারাচ্ছে। সুহৃদরা সাহিত্য, সাংস্কৃতিক ও জ্ঞানচর্চার মৌলিকত্বকে ধরে রাখতে চান। সমকাল তার জন্মলগ্ন ও সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করে যাচ্ছে। সেই কাজের অন্যতম অংশীদার সুহৃদ সমাবেশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশজুড়ে সুহৃদদের সঙ্গে সমানতালে কাজ করে যাবে– এটাই আমাদের প্রত্যয়।’

‎নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাফা খাতুন বলেন, ‘আজ আমাকে যে দায়িত্ব দেওয়া হলো, সেই দায়িত্ব শতভাগ পালন করার চেষ্টা করব। ঈদের পর ক্যাম্পাসে নতুন কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে আমাদের এ কমিটির কাজ শুরু হবে। আশা করি, সব সুহৃদ সেই কাজে সক্রিয়ভাবে অংশ নেবেন।’

কমিটি ঘোষণা শেষে সমাপনী বক্তব্যে ইমরান হুসাইন সুহৃদদের উদ্দেশে বলেন, ‘সুহৃদ সমাবেশ সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠন হিসেবে দেশজুড়ে যে খ্যাতি অর্জন করেছে, জবি সুহৃদদের সেই ধারা অব্যাহত রাখতে হবে। সংগঠন চর্চার মাধ্যমে সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। কথায় নয়, এটি কাজে প্রমাণ করতে হবে।’ 
 

আরও পড়ুন

×