আজিজুল হক কলেজ সুহৃদ উদ্যোগ
আবৃত্তি উৎসবে কবিতার বন্দনা

প্রতিযোগিতা শেষে অতিথি ও শিক্ষার্থীরা
সাজিয়া আফরিন সোমা
প্রকাশ: ১৭ জুন ২০২৫ | ০০:৩৪
‘কবিতা তো অবিকল মানুষের মতো/ চোখ-মুখ-মন আছে, সেও বিবেক শাসিত,/তারও আছে বিরহে পুষ্পিত কিছু লাল নীল ক্ষত।’
কী আশ্চর্য, কবিতাও মানুষের মতো হয়? কবি হেলাল হাফিজের অনবদ্য এই লাইনগুলো কি আর মিথ্যা হতে পারে? মোটেও নয়! সমকাল সুহৃদ আয়োজিত কবিতা আবৃত্তির আসরে সত্যিই প্রমাণিত হলো কবিতারাও অবিকল মানুষের মতো হয়।
সুহৃদ সমাবেশ বগুড়ার সহযোগিতায় ২৭ মে সরকারি আজিজুল হক কলেজে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। অনুষ্ঠানে অংশ নিতে আসেন প্রতিযোগী শিক্ষার্থীরা। সমবেত হন কবিতাপ্রেমীরাও। অপেক্ষার পালা শেষে শুরু হয় প্রতিযোগীদের কবিতা পাঠ। পুরো রুম স্তব্ধ, কলেজের নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে কবিতা যেন প্রাণ ফিরে পায়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর। সুহৃদ কলেজ ইউনিটের সভাপতি আবু সাইদ মিয়ার সভাপতিত্বে অতিথি ছিলেন শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কলেজ সুহৃদ উপদেষ্টা টিপু সুলতান, সহকারী অধ্যাপক মোস্তফা কামাল সরকার, মো. মতিউর রহমানসহ সমকাল প্রতিনিধি ও সুহৃদ সদস্যরা।
পূর্ব ঘোষণা অনুযায়ী বিভিন্ন বিভাগের পঞ্চাশের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। নির্বাচিত হন সেরা তিন বিজয়ী আল-জ্বাছিয়াহ্ আলম, মহসিনা ইসলাম এবং রবিউল ইসলাম শাকিল। অন্য সাতজন হলেন– ফাবিহা ফেরদৌসী, আইনুল হক, রুফাইদা আফরিন, মহিমা বিনতে ইমরান, আজমাইন জিতু, হুমায়ন কবির হিমু, উম্মে হানি হিয়া। বিজয়ীদের পুরস্কার হিসেবে সনদ, ক্রেস্ট ও সাহিত্যবিষয়ক বই দেওয়া হয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক তামান্না ইয়াসমিন, মো. গোলাম রাব্বি, আরিফুর রহমান, তাসলিমা ইসলাম, আব্দুল হামিদ। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। v
সিনিয়র সহসভাপতি সুহৃদ সমাবেশ, বগুড়া
- বিষয় :
- সুহৃদ সমাবেশ